আলিপুরদুয়ার: চা বলয়ের গর্ভবতী মায়েরা কেমন আছেন? তাঁদের খোঁজ নিতে বাইক নিয়ে ছুটলেন কালচিনির বিডিও প্রশান্ত বর্মণ।
গর্ভবতী মায়েদের মৃত্যুর হার কমাতে ময়দানে নেমে পড়েছে কালচিনি ব্লক প্রশাসন ও কালচিনি ব্লক স্ব্যাস্থ দফতর । প্রত্যন্ত চা বলয় এলাকায় মাঝেমধ্যে লক্ষ্য করা যায় প্রসবকালে মায়েদের মৃত্যু হয় । সেই মৃত্যু ঠেকাতে অভিনব উদ্যোগ গ্ৰহণ করল প্রশাসন ও স্বাস্থ্য দফতর। কালচিনি বিডিও ও স্বাস্থ্যকর্মীরা বাইকে চেপে চা বলয়ের গর্ভবতী মায়েদের বাড়ি পৌঁছে যান।
আরও পড়ুন: ১-২ বার নয়, ১১০ বার রক্তদান করলেন ইনি! কুর্নিশ জানাচ্ছেন সকলে
চা বলয়ের শ্রমিক মহল্লায় যেখানে গাড়ি পৌঁছতে পারে না সে সমস্ত এলাকায় বাইকে চেপে স্বাস্থ্যকর্মীরা ও কালচিনি বিডিও পৌঁছে যান।চা বলয়ের গর্ভবতী মায়েদের খোঁজ নেন। তাঁরা পুষ্টিকর খাদ্য পাচ্ছেন কি না, তা জেনে নেন। তাঁদের সম্ভাব্য প্রসবের তারিখ কবে?তা জেনে নেওয়া হয়। স্বাস্থ্যকর্মীরা গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা করেন। তাঁদের প্রসবকালীন সময়ে কালচিনি লতাবাড়ি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
গ্রামাঞ্চলে এবং প্রত্যন্ত এলাকাগুলিতে যাতে গর্ভবতী মায়েদে যত্নে কোনও ত্রুটি না হয়, সে বিষয়ে সজাগ হতে বার বার প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি বাড়িতে সন্তান প্রসবের প্রবণতা কমিয়ে প্রাতিষ্ঠানিক সন্তান প্রসবের উপরেও জোর দিয়েছে রাজ্য সরকার৷ সন্তানসম্ভবা মায়েদের হাসপাতালে পৌঁছে দিতে মাতৃযান নামক বিশেষ অ্যাম্বুল্যান্স পরিষেবাও শুরু হয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alipurduar