আলিপুরদুয়ার: টমেটো বোঝাই গাড়িতে লুকিয়ে ছিল কী? আসল সত্যি জানতে পেরে চোখ কপালে উঠল আবগারি দফতরের।১৩৫ কেজি গাঁজা সহ দুই অভিযুক্তকে গ্রেফতার করলো আবগারি দফতর। গোপন সূত্রের খবরে মঙ্গলবার রাতে ৩১ নং জাতীয় সড়কে অভিযান চালায় আলিপুরদুয়ার আবগারি দফতরের কর্তারা। অভিযানে আলিপুরদুয়ার জেলার ৩১ নং জাতীয় সড়কের উত্তর পানিয়ালগুড়ি এলাকা থেকে একটি গাড়ি আটক করে আবগারি দফতরের কর্মীরা।
জানা গিয়েছে, টমেটো বোঝাই সেই গাড়িতে তল্লাশি চালিয়ে ১৩৫ কেজি গাঁজা উদ্ধার করে আবগারি দফতরের কর্মীরা। ঘটনায় গাড়ির চালক সহ দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, উদ্ধার হওয়া গাঁজাগুলি কোচবিহার জেলার নিশিগঞ্জ এলাকা থেকে কামাখ্যাগুড়িতে নিয়ে আসা হয়েছিল। সেখান থেকে গাড়ি বদল করে আটক করা গাড়িতে করে গাঁজা গুলি মালদার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রের খবরে সেই পাচার চক্রের খবর পেয়ে অভিযানে সাফল্য পায় আবগারি দফতরের কর্মীরা। জানা গেছে গ্রেফতার হওয়া দুই অভিযুক্ত আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি এলাকার বাসিন্দা। দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে চক্রের অপর এক পাণ্ডার খোঁজ পেয়েছে আবগারি দফতর।
আরও পড়ুন: বাম বা তৃণমূল, সরকার যায় সরকার আসে, সেতু তৈরির প্রতিশ্রুতি মনে রাখে না কেউ!
আরও পড়ুন: দারুণ খবর! ডব্লিউবিসিএস পরীক্ষায় প্রশিক্ষণ ছাড়াই সাফল্য লটারি বিক্রেতার ছেলের
এই বিষয়ে আলিপুরদুয়ার আবগারি দফতরের সুপার উরগেন শেওয়াং জানান, "গোপন সুত্রে খবরের ভিত্তিতে আমরা জানতে পারি কোচবিহার জেলার নিশিগঞ্জ থেকে প্রচুর গাঁজা আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়িতে এসেছে। সেখান থেকে অন্য একটি গাড়ি করে গাঁজা গুলি মালদায় পাচার কারা হচ্ছে। খবর মিলতেই মঙ্গলবার রাতে আবগারি দফতরের টিম উত্তর পানিয়ালগুড়ি এলাকার ৩১ নং জাতীয় সড়কে ওত পেতে বসে থাকে। সেই সময় গাঁজা পাচারে ব্যবহৃত পিক আপ গাড়ি নজরে আসতেই ওই গাড়িটিকে আটক করা হয়। আগামীকাল অভিযুক্তদের আদালতে পেশ করা হবে।"
অন্যন্যা দে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alipurduar news