হোম /খবর /আলিপুরদুয়ার /
বাড়বে নিরাপত্তা! বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গল দাপিয়ে বেড়াবে এবার বনদফতর

Alipurduar News: বাড়বে নিরাপত্তা! বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গল দাপিয়ে বেড়াবে এবার বনদফতরের বাইক বাহিনী

X
Alipurduar [object Object]

বক্সা বাঘ বনের সুরক্ষায় এবার নিয়োজিত হচ্ছে  বাইক বাহিনী।যারা দাপিয়ে বেড়াবে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে। 

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

আলিপুরদুয়ার: বক্সা বাঘ বনের সুরক্ষায় এবার নিয়োজিত হচ্ছে বাইক বাহিনী।যারা দাপিয়ে বেড়াবে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে।বনের সুরক্ষায় এবার নতুন উদ্যোগ নিল বক্সা বনবিভাগ। এই প্রকল্পের জন্য ৩০ টি বাইক নিয়ে আসা হয়েছে। বাইক নিয়ে বিভিন্ন প্রান্তে ছুটবেন বনকর্মীরা। আলিপুরদুয়ার জেলার অধিকাংশ এলাকা বন এবং চা বাগান অধ্যুষিত। ফলে প্রায়ই বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে বন্যপ্রাণ লোকালয়ের আসার ঘটনা ঘটতে থাকে।

বিশেষ করে হাতি ও লেপার্ডদের লোকালয়ে আসার ঘটনা লক্ষ্য করা যায় জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে। সেই সময় পর্যাপ্ত যানবাহন না থাকায় ঘটনাস্থলে পৌঁছতে প্রায়ই বিলম্ব হয় বনকর্মীদের।

ফলে বন্যপ্রাণী বা হাতি হানা দিলে আতঙ্কে থাকতে হয় এলাকার বাসিন্দাদের। সেই সময় দ্রুত যেন ঘটনাস্থলে পৌঁছে নাগরিকদের দুর্ঘটনা থেকে রক্ষা করা যায় তার প্রাণপণ চেষ্টা করেন বন কর্মীরা। কিন্তু দুর্গম এলাকা থাকায় ঘটনাস্থলে পৌঁছতে সময় লাগে বনকর্মীদের।তাই বন কর্মীরা যেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাধারণ নাগরিকদের সুরক্ষা সুনিশ্চিত করতে পারেন >এই উদ্দেশ্যে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বিভিন্ন এলাকায় বাইক পরিষেবা চালু করতে চলেছে বন দফতর।

আরও পড়ুন: Bangla News: ছলছলে চোখ! মুখে কারও কথা নেই, নদীর জল থেকে উদ্ধার নগ্ন মৃতদেহ

আরও পড়ুন: Malda News: ফের খবরে পাচারকারী! পুলিশের জালে সেই ব্যক্তি, চেনা চেনা মুখ? তুলকালাম এলাকায়

তাছাড়াও জঙ্গল এলাকায় কাঠ চুরি, বন্যপ্রাণ হত্যা সহ একাধিক দুষ্কৃতীমূলক কাজ রুখতেও এই বাইক বাহিনীর গুরুত্ব থাকবে বলে জানিয়েছেন বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডাইরেক্টর অপূর্ব সেন।

Annanya Dey

Published by:Arjun Neogi
First published:

Tags: Alipurduar news