হোম /খবর /আলিপুরদুয়ার /
কালচিনি চা বাগানের আসল মালিক কে জানেন না শ্রমিকরা! বেতন নিয়ে টালবাহানা

Alipurduar News: কালচিনি চা বাগানের আসল মালিক কে জানেন না শ্রমিকরা! বেতন নিয়ে টালবাহানা

X
কালচিনি [object Object]

Alipurduar News: আলিপুরদুয়ার জেলার কালচিনি চা বাগানে অচলাবস্থা তৈরি হয়েছে।বাগানের আসল মালিক কে?প্রশ্ন তুলছেন বাগান শ্রমিকরা।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলার কালচিনি চা বাগানে অচলাবস্থা তৈরি হয়েছে। বাগানের আসল মালিক কে? প্রশ্ন তুলছেন বাগান শ্রমিকরা। অভিযোগ বাগানের শ্রমিকদের সময়মত বেতন মিলছে না। শ্রমিকদের প্রভিডেণ্ট ফাণ্ড জমা হচ্ছে না। শ্রমিকরা অবসর নিলে গ‍্র‍্যাচুইটি মিলছে না। বর্তমানে কালচিনি বাগানের মালিক কে জানে না শ্রমিকরা। এমনকি চা বাগানের শ্রমিক নেতৃত্বরা জানেননা বাগানের মালিক কে? এদিকে দুই মালিকের তিন ম‍্যানেজারের চাপে অতিষ্ট হয়ে যাচ্ছে শ্রমিকদের জীবন।

বাগানের শ্রমিক নেতৃত্বদের মতে,পূর্বে এই বাগানের মালিক ছিলেন রোশন লাল অগরওয়াল। পরবর্তীতে শোনা যায় তিনি অন‍্য কাউকে বাগান বিক্রি করে দিয়েছেন তিনি। বর্তমানে বাগানে তিনটি ম‍্যানেজার পুরনো মালিকের একজন ম‍্যানেজার। নতুন মালিকের দুজন ম‍্যানেজার । কিন্ত শ্রমিকদের সমস্যা শুনছেনা কেউই। কোনও ম‍্যানেজার শ্রমিকদের দায়িত্ব নিচ্ছে না।

আরও পড়ুন: মধ্যবিত্ত পরিবার থেকে 'পর্দা'! নিয়োগ দুর্নীতিতে নাম! রাতের অন্ধকারে... অভিনেত্রী হৈমন্তীকে ঘিরে রহস্যের ঘনঘটা

আরও পড়ুন: ডিম্পল কাপাডিয়া নন... এই অভিনেত্রীই ছিলেন সুপারস্টার Rajesh Khanna-র প্রথম প্রেম! ৭ বছর 'লিভ-ইন'-এর পর কেন ভেঙে যায় সম্পর্ক?

শ্রমিক অথবা শ্রমিক নেতৃত্ব ম‍্যানেজারের কাছে গেলে তারা জানিয়ে দেয় তিনি দায়িত্বে নেই।শ্রমিকদের মনে প্রশ্ন কে ম‍্যানেজার? এই বিষয়ে গত ৪ জানুয়ারি কালচিনি বাগানের সমস্যা নিয়ে ডুয়ার্সকন‍্যাতে বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু সেই বৈঠকে মালিকপক্ষ উপস্থিত না থাকায় বৈঠক ভেস্তে যায় । পরবর্তীতে গত ৭ ফেব্রুয়ারি শ্রমিকরা পথ অবরোধ করে এবং পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে ৭ ফেব্রুয়ারি শ্রমিকদের নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকে প্রশাসনের থেকে জানানো হয় ১৫ দিনের মধ‍্যে সমস্যা সমাধান হবে। কিন্তু ১৫ দিন পেরিয়ে গেলে সমস্যার সমাধান হয়নি । বাগানের সবকটি শ্রমিক সংগঠনের নেতৃত্ব জানান শীঘ্রই সমস্যার সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।

অনন্যা দে

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Alipurduar news