হোম /খবর /আলিপুরদুয়ার /
রাস্তা আটকে এ কী কাণ্ড করছে দুই দাঁতাল, ভিডিও দেখলে অনেকেই চমকে উঠবেন

Alipurduar News: রাস্তা আটকে এ কী কাণ্ড করছে দুই দাঁতাল, ভিডিও দেখলে অনেকেই চমকে উঠবেন

X
দুই [object Object]

Alipurduar News: এই দৃশ্য দেখে অনেকেই স্মার্টফোনের ক‍্যামেরা অন করে ছবি তুলতে শুরু করেন।

  • Share this:

আলিপুরদুয়ার: জঙ্গলের রাস্তা দিয়ে অন্যান্য দিনের মত চলছিল গাড়ি। হঠাৎই জঙ্গলের দু'পাশ থেকে দুটি বুনো হাতি বেরতে দেখে ব্রেক কষেন গাড়ির চালক ও বাইক চালকরা।

এই দৃশ্য দেখে অনেকেই স্মার্টফোনের ক‍্যামেরা অন করে ছবি তুলতে শুরু করেন। প্রায় আধ ঘন্টা চলে দুই দাঁতালের খুনসুটি। দেখেই বোঝা যাচ্ছিল, মাটি ছাড়তে নারাজ ছিল হাতি দুটিই।আলিপুরদুয়ার যেতে ডিমা নদীর ব্রীজ সংলগ্ন জঙ্গল এলাকায় দেখা গেল দুই বুনো দাঁতালের এমনই খুনসুটির ছবি। যদিও বিষয়টি দেখে ভয় পাচ্ছিলেন গাড়ির চালক ও বাইক আরোহীরা।

আরও পড়ুন,  ঔষুধ কিনতে যাচ্ছিলেন এক ব্যক্তি, তারপরই রাস্তায় ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা

আরও পড়ুন, ‘ঐরাবতের’ ওপর হামলা ঐরাবতের! হাতির হামলায় ফের আতঙ্কিত ঝাড়গ্রাম

অন্যদিকে, হাতির উপদ্রবে নাজেহাল ঝাড়গ্রাম জেলার মানুষ। আবারও হাতির আক্রমণে গুরুতর ভাবে আহত হলেন এক ব্যক্তি। সোমবার সকালে এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরী এলাকায়। বনদফতর সূত্রে জানা গিয়েছে আহত ওই ব্যক্তির নাম জিতু হেমব্রম। বাড়ি বড় ঘড়াপাড়া গ্রামে।Annanya Dey

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Elephant