আলিপুরদুয়ারঃ পঞ্চায়েত নির্বাচনের আগে তোর্ষা নদীতে বাঁধ চাইছেন ছোট মেচিয়াবস্তির মানুষেরা। চোখের সামনে ঘরবাড়ি তলিয়ে যাওয়ার দৃশ্য আর দেখতে পারছেন না তাঁরা।তোর্ষা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্ত ছোট মেচিয়াবস্তি এলাকার বাসিন্দারা। গত বছর তোর্ষা নদীর ভাঙ্গনে এলাকার সাতজন বাসিন্দার ঘর নদী বিলীন হয়ে গিয়েছিল। শুধু ঘর নয় অনেকের জমি ,গবাদি পশু তোর্ষার গর্ভে চলে যায়। বর্তমানে এই গৃহহীন বাসিন্দারা অন্যত্র ভাড়া বাড়িতে আছেন।ভাঙনের সময় প্রশাসনের দেখা পেয়েছিল তারা।তারপর আর কেউ খোঁজ নেয়নি বলে জানা যায়।
আরও পড়ুনঃ জঙ্গলের পথ ধরে অবাধে কাঠ পাচার! রুখে দাঁড়াল বনকর্মীরা
এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি তোর্ষা নদীতে বাঁধ তৈরি করে দেওয়ার। কিন্তু এখন ওবধি হয়নি বাঁধ । সামনেই বর্ষা আসতে চলেছে।এবছর হয়ত ফের অনেকের ঘর, জমি তোর্ষা নদীর গর্ভে বিলীন হবে বলে আশঙ্কা করছে এলাকার বাসিন্দারা। বাসিন্দারা জানান বর্ষার সময় ভুটান পাহাড় থেকে প্রচুর স্রোতে জল আসে। এবং তখন আগ্রাসী রূপ ধারণ করে তোর্ষা নদী ।
আরও পড়ুনঃ পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে সঠিক সময়ে পৌঁছে ত্রাতার ভূমিকায় শিক্ষাকর্মী
বাসিন্দাদের অভিযোগ বহু বছর ধরে পাকাপোক্ত বাঁধ নির্মাণ করার দাবি জানিয়ে আসা হচ্ছে এবং বিভিন্ন সরকারি দফতর নেতা মন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে বহুবার কিন্তু বাঁধ হচ্ছেনা । পঞ্চায়েত নির্বাচন সামনেই। এলাকাবাসীরা জানিয়েছেন, এই গ্রামে যে কোনও দলের প্রতিনিধি ভোট চাইতে এলেই বলে দেওয়া হবে আগে তোর্ষায় বাঁধ নির্মাণ করতে।
Annanya Dey
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alipurduar news