আলিপুরদুয়ার: ব্লক অফিসে প্রবেশ করল এক হরিণ।গরমে একটু শান্তির খোঁজ ছিল মূল উদ্দেশ্য। লোকালয় থেকে একটি হরিণ উদ্ধার করল বনদফতরে চিলাপাতা রেঞ্জের বনকর্মীরা। বুধবার সকালে আলিপুরদুয়ার জেলার পাঁচকেলগুড়ি এলাকায় আলিপুরদুয়ার এক নং ব্লক অফিস চত্বরে একটি হরিণ ঢুকে পড়ে।
হরিণটাকে ঘুরাঘুরি করতে দেখেন অফিসের কর্মীরা। তারপর হরিণটি ব্লক অফিসের একটি ঘরে প্রবেশ করে।সেই ঘরের দরজা আটকে দেন অফিসের কর্মীরা। এরপরেই খবর দেওয়া হয় বনকর্মীদের। ঘটনাস্থলে চিলাপাতা রেঞ্জের বনকর্মীরা পৌঁছে হরিণটি উদ্ধার করে নিয়ে যায়।হরিণটি সম্বর প্রজাতির।
আরও পড়ুন: বুকফাটা হাহাকার! ৩ কিলোমিটার পায়ে হেঁটে আনতে হয় জল! দৃশ্য দেখলে চোখে জল এসে যাবে
আরও পড়ুন: ট্রেনেই রমরমিয়ে পাচার চলছিল দামী কাঠের! তারপরেই ঘটে গেল মারাত্মক কাণ্ড
বনকর্মীদের অনুমান গরমের কারণে হয়ত জল খেতে বেড়িয়েছিল হরিণের দল। তারপরেই এটি পথ হারিয়ে ফেলে অফিসে চলে আসে। হরিণটিকে উদ্ধার করে বনে ছেড়ে দেওয়া হয়েছে।বনকর্মীরা আরও জানিয়েছেন ব্লক অফিসের কর্মীরা বুদ্ধি করে হরিণটিকে আটকে রাখায় এটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।বন্যপ্রাণী দেখলে বনকর্মীদের খবর দেওয়ার কথা বলেছেন তাঁরা।
Annanya Dey
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alipurduar, Alipurduar news