হোম /খবর /আলিপুরদুয়ার /
জাতীয় সড়কে একের পর এক ছিনতাই! অবশেষে পুলিশের জালে অসমের গ্যাং

Alipurduar News: জাতীয় সড়কে একের পর এক ছিনতাই! অবশেষে পুলিশের জালে অসমের গ্যাং

দুষ্কৃতীরা থানায়

দুষ্কৃতীরা থানায়

Alipurduar news: দুষ্কৃতীরা একটি পিক আপ গাড়িতে করে এসে হাইওয়েতে একটি মুরগির গাড়ির চালকের কাছ থেকে নগদ দেড় লক্ষ টাকা ছিনতাই করে চলে যায়।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

আলিপুরদুয়ার: ছিনতাইকারিদের টার্গেট থাকত জাতীয় সড়ক দিয়ে চলাচলকারী মুরগির গাড়িগুলি। সেগুলিকে দাঁড় করিয়ে টাকা লুঠ করত একটি দল। এই দলের সদস‍্যরাই বর্তমানে পুলিশের হেফাজতে। মুরগির গাড়িতে ছিনতাই কাণ্ডে যুক্ত অসমের এক গ‍্যাং-এর সদস‍্যদের গ্ৰেফতার করল কালচিনি থানার পুলিশ।

৩১ নং জাতীয় সড়কে ছিনতাই কাণ্ডে যুক্ত অসমের গ‍্যাং-কে ধরে ফেলল কালচিনি পুলিশ। কালচিনি থানার ওসি টি এন লামা জানান, অসমের একটি গ‍্যাং কালচিনি থানার অন্তর্গত ৩১ নং জাতীয় সড়কে মুরগির গাড়িতে ছিনতাই চালাত এবং ছিনতাই চালিয়ে অসমে চলে যেত।

আরও পড়ুন: চিকিৎসা না করে আহত অসুস্থ হাতিকে জঙ্গলে ছাড়তে গিয়ে বাধার মুখে বন দফতর

আরও পড়ুন: কালবৈশাখীর বজ্রাঘাতে মর্মান্তিক মৃত্যু! একই সময়ে দুই মাঠে প্রাণ হারালেন দুই কৃষক

গত ২৫ ফেব্রুয়ারি এমন একটা ঘটনা প্রকাশ্যে আসে। দুষ্কৃতীরা একটি পিক আপ গাড়িতে করে এসে হাইওয়েতে একটি মুরগির গাড়ির চালকের কাছ থেকে নগদ দেড় লক্ষ টাকা ছিনতাই করে চলে যায়। পরবর্তীতে কালচিনি থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ তদন্তে নেমে জানতে পারে অসমের একটি গ‍্যাং এই কাণ্ডে যুক্ত। তারা বিভিন্ন এলাকায় ছিনতাই চালায়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই দুষ্কৃতীরা তুফানগঞ্জে রয়েছে।

কালচিনি পুলিশ অভিযান চালিয়ে তুফানগঞ্জ থেকে অসমের গৌরীপুর থানা এলাকার বাসিন্দা মফিজুল হক, বসির আলি শেখ ও মনোহর আলিকে গ্ৰেফতার করে পুলিশ। ছিনতাই ব‍্যবহৃত পিক আপ গাড়িটি আটক করে পুলিশ ।

Annanya Dey

Published by:Teesta Barman
First published:

Tags: Alipurduar news