হোম /খবর /আলিপুরদুয়ার /
বিনামূল্যেই মেলে চিকিৎসা! সর্বহারার ঢাল হয়ে দাঁড়ান এই চিকিৎসক, রইল তাঁর হদিশ

Alipurduar News: বিনামূল্যেই মেলে চিকিৎসা! সর্বহারার ঢাল হয়ে দাঁড়ান এই চিকিৎসক, রইল তাঁর হদিশ

X
চিকিৎসা [object Object]

Alipurduar News: চিকিৎসক নারায়ণ চন্দ্র বিশ্বাস জানান, ফালাকাটায় চেম্বারে রোগীদের চিকিৎসা করে যে অর্থ রোজগার করেন, তা দরিদ্রদের সেবার জন্য তুলে দেন তিনি।

  • Share this:

    আলিপুরদুয়ার: হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে গ্রামবাসীদের সুস্থ করে তুলছেন চিকিৎসক নারায়ণ চন্দ্র বিশ্বাস। চিকিৎসার পাশাপাশি সমাজসেবাতেও ওতপ্রতভাবে জড়িয়েছে তাঁর নাম।ফালাকাটা সুভাষপল্লী এলাকায় হোমিওপ‍্যাথির ছোট দোকান রয়েছে নারায়ণ বিশ্বাসের। সেখানেই ফালাকাটাবাসীদের পরিষেবা দিতেন তিনি।এরপর এক স্বেচ্ছাসেবি সংস্থার সঙ্গে তাঁর যোগাযোগ হয়। সেই সংস্থাটি গ্রামে গ্রামে ঘুরে দরিদ্রদের মুখে হাসি ফোটাতে বিভিন্ন কাজ করে থাকেন। চিকিৎসক নিজের ইচ্ছাতেই স্বেচ্ছাসেবি সংস্থার সদস্যদের সঙ্গো যোগ দেন।অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত থাকেন দরিদ্ররা। অকালে প্রাণ চলে যায় অনেকের। তাঁদের বিনামুল্যে চিকিৎসা পরিষেবা দিতে এগিয়ে যান সেই চিকিৎসক। প্রায় দশ বছরের বেশি সময় ধরে তিনি এই পরিষেবা দিচ্ছেন।

    আরও পড়ুন: বড় খবর! পঞ্চায়েত ভোটের আগেই নয়া শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি! তোড়জোড় শুরু স্কুল শিক্ষা দফতরে

    আরও পড়ুন: 'এঁরা ফিতে নিয়ে জমিতে ঘুরুন, উপাচার্য পদ মানায় না', নোবেল বিতর্কে বিশ্বভারতীর উপাচার্যকে তীব্র ভর্ৎসনা তৃণমূলের

    চিকিৎসক নারায়ণ চন্দ্র বিশ্বাস জানান, ফালাকাটায় চেম্বারে রোগীদের চিকিৎসা করে যে অর্থ রোজগার করেন, তা দরিদ্রদের সেবার জন্য তুলে দেন তিনি। তাঁর মতে, মানুষই তো মানুষের পাশে দাঁড়াবে।  অসহায়দের পাশে কেউ থাকে না। তাঁরা উপযুক্ত চিকিৎসা পান না। তাই চিকিৎসক নিজেই নেমে পড়েন ময়দানে।যাঁদের হাসপাতালে পৌঁছে দেওয়ার কেউ থাকে না. তাঁদের তিনি নিজে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা করান এবং সুস্থ করে বাড়িতে নিয়ে আসেন।অনন্যা দে

    First published:

    Tags: Alipurduar, Alipurduar news