#আহমেদাবাদ: আন্তর্জাতিক সংগঠন UNESCO-এর বিচারে বিশ্বের অন্যতম সেরা ঐতিহ্যশালী শহরের তকমা পেল আহমেদাবাদ ৷ এর আগে ভারতের কোনও শহর এই স্বীকৃতি পায়নি ৷ শনিবার সোশ্যাল মিডিয়ায় ইউনাইটেড ন্যাশনস এডুকেশনাল, সায়েন্টিফিক এ্যান্ড কালচারাল অর্গানাইজেশন অর্থাৎ ইউনেস্কোর তরফ থেকে আহমেদাবাদকে ওয়ার্ল্ড হেরিটেজ সিটি হিসেবে ঘোষণা করা হয় ৷
দিল্লি ও মুম্বইয়ের মতো অভিজাত শহরকে পিছনে ফেলে ইউনেস্কোর বিচারে অন্যতম সেরা ঐতিহাসিক শহর হিসেবে নির্বাচিত হয়েছে গুজরাটের অন্যতম আকর্ষণ ৷
ইউনেস্কোর এই ঘোষণার পর আনন্দে আপ্লুত গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ৷ তিনি বলেছেন, দেশের মধ্যে প্রথম, আহমেদাবাদের এই স্বীকৃতিতে শুধু গুজরাটবাসী নয়, গর্বিত গোটা দেশ ৷ UNESCO-কে ধন্যবাদ জ্ঞাপনের সঙ্গে সঙ্গে তিনি নিজেও এই সুসংবাদ ট্যুইট করেন ৷
খুশি বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহও ৷ তিনি বলেন, এই খবর শুনে ভীষণ খুশি হয়েছি ৷ এই মুহূর্ত প্রত্যেক ভারতবাসীর কাছেই গর্বের ৷
দেওয়ালের শহর বলে বিখ্যাত এই শহর এখন বিশ্বের ঐতিহ্যশালী শহরগুলির মধ্যে অন্যতম হিসেবে ইউনেস্কোর তালিকায় ঠাঁই পেয়েছে ৷ যদিও ২০১১ সালে ৩১ মার্চ ওয়ার্ল্ড হেরিটেজ সিটি-র সম্ভাবনাময় শহরগুলির তালিকায় দিল্লি, মুম্বই, লখনউয়ের মতো শহরের পাশাপাশি আহমেদাবাদের নামও নথিভুক্ত হয়েছিল ৷
জনপ্রিয়তায় আহমেদাবাদকে কোনওভাবেই অবহেলা করা যায় না ৷ এ শহরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বহু লিখিত, অলিখিত, কথিত ইতিহাস ৷ এই শহরে প্রায় ৬ হাজার বছরেরও অধিক পুরনো স্থাপত্যের হদিশ মেলে ৷ এ শহরের এমন ২৬টি এএসআই সুরক্ষিত স্থাপত্য রয়েছে ৷ ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া পল সম্প্রদায়ের জীবনযাত্রার নিদর্শন আঁকা রয়েছে এ শহরের বুকেই ৷ এছাড়া ১৯১৫ থেকে ১৯৩০ পর্যন্ত মহাত্মা গান্ধির বাস ছিল আহমেদাবাদেই ৷
Just inscribed as @UNESCO #WorldHeritage Site: Historic City of Ahmadabad #India https://t.co/ztbb8RIMiZ #41whc pic.twitter.com/iRIMoQfAtK
— UNESCO (@UNESCO) July 8, 2017
Thrilled to learn that Ahmedabad has been recognised as a UNESCO #WorldHeritage city, first of its kind in India. https://t.co/cU5dkmumnK
— Vijay Rupani (@vijayrupanibjp) July 8, 2017