Football World Cup 2018

স্পিন ছেড়ে এবার পেসারের ভূমিকায় অশ্বিন !

Siddhartha Sarkar | News18 Bangla
Updated:Jan 12, 2018 05:28 PM IST
স্পিন ছেড়ে এবার পেসারের ভূমিকায় অশ্বিন !
Photo: BCCI
Siddhartha Sarkar | News18 Bangla
Updated:Jan 12, 2018 05:28 PM IST

#প্রিটোরিয়া: রবিচন্দ্রন অশ্বিনকে তো স্পিনার হিসেবেই গোটা ক্রিকেটবিশ্ব চেনে ৷ তাঁর অফ-স্পিন এবং ক্যারাম বলের জাদুতে বিশ্বের অনেক তাবড় তাবড় ব্যাটসম্যানরাই বোকা বেনেছেন ৷ অনিল কুম্বলের পর তামিলনাডুর এই স্পিনারই এখন ভারতীয় দলের এক নম্বর স্পিনার ৷ কিন্তু অশ্বিনকে কখনও পেস বোলার হিসেবে ভেবেছেন  ? নিশ্চয় না !

অফ-স্পিনের পাশাপাশি ব্যাটের হাতটাও যথেষ্ট ভাল অশ্বিনের ৷ কেপটাউনে আগের টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান ছিল তাঁরই ৷ কিন্তু বল হাতেও যে তিনি ‘অলরাউন্ডার’ হয়ে উঠেছেন, তা হয়তো অনেকেই জানতেন না ৷ ভারতীয় ক্রিকেটপ্রেমীরা এতদিন সচিন তেন্ডুলকরকেই অফ-স্পিন, লেগ-স্পিন এবং মিডিয়াম পেস বল করতে দেখেছেন ৷ এবার টুইটারে বিসিসিআই-র আপলোড করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে রবিচন্দ্রন অশ্বিনকে মিডিয়াম পেসারের ভূমিকায় ৷ নেটে বল ঘোরানোর পাশাপাশি জোরে বোলিংটাও করে নিলেন তিনি ৷ দেখুন সেই ভিডিও ৷

First published: 05:27:13 PM Jan 12, 2018
পুরো খবর পড়ুন
अगली ख़बर