#কলকাতা: গুজরাট ম্যাচের পর রঞ্জির সেমিফাইনালেও মনোজদের সঙ্গী দাদা। পুণেতে গম্ভীরদের বিরুদ্ধে ম্যাচের দিন উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সচিব অভিষেক ডালমিয়াও যাচ্ছেন পুণেতে।
সেমিফাইনাল ম্যাচের আগে আজ বুধবার ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন সিএবি প্রেসিডেন্ট। দুপুরে ইন্ডোরে জিমের পর দল নির্বাচনী বৈঠক। জ্বরের পর সুস্থ হয়ে দলে ফিরছেন সুদীপ চট্টোপাধ্যায়। দিল্লির বিরুদ্ধেও গুজরাট ম্যাচের দলই অপরিবর্তিত থাকার সম্ভাবনা।
দ্রাবিড়ের ক্যাম্পে থাকা ঈশান পোড়েলকে নিয়ে আশা ছাড়ছে না সিএবি। বোর্ডকে ফের আবেদনের ভাবনা। ঈশানকে না পাওয়া গেলে দলে ঢুকতে পারেন সায়ন ঘোষ। আাগমীকাল, বৃহস্পতিবার পুণে রওনা দেবে বাংলা দল।