#কলকাতা: জিডি বিড়লার রেশ কাটেনি। এবার এমপি বিড়লা ফাউন্ডেশনেও যৌন নির্যাতনের শিকার শিশু।
সাড়ে তিন বছরের ছাত্রীকে একাধিকবার যৌন নির্যাতনের অভিযোগ উঠল স্কুলেরই শিক্ষক-সহ তিন কর্মীর বিরুদ্ধে। অভিযোগ জানালেও গুরুত্বই দেয়নি স্কুল কর্তৃপক্ষ। আরও অভিযোগ, বেহালা মহিলা থানার পুলিশকে ঘটনাটা জানালেও তদন্ত করা হয়নি।
গত ২০ জুন ছাত্রীকে প্রথম যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ পরিবারের। এরপর ১৩ সেপ্টেম্বর ফের নির্যাতন করা হয় ছাত্রীকে। বিষয়টি স্কুল কর্তৃপক্ষ ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। বাধ্য হয়েই শিশুকে অন্য স্কুলে ভর্তি করে পরিবার।
নির্যাতিতার শিশুর অভিভাবকদের দাবি, বিষয়টি নিয়ে অভিযোগ জানালে সিসিটিভি ফুটেজ দেখায় স্কুল কর্তৃপক্ষ। সেখানে শৌচাগার থেকে শিশুটিকে দৌড়ে বেরিয়ে আসতে দেখে অভিভাবকদের সন্দেহ হয়। গত সেপ্টেম্বরে অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সকরা যৌন নির্যাতনের প্রমাণ পান বলে দাবি অভিভাবকদের। পরে আইনজীবীর পরামর্শে পকসো আইনের ধারায় রুজু হয় মামলা। অভিভাবকদের আরও অভিযোগ, ছবি দেখে দু’জন অভিযুক্তকে চিহ্নিত করলেও এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।