#হুগলি: ফেসবুকে চার মাসের আলাপ থেকে বিয়ের সিদ্ধান্ত। বিয়ে করতে গিয়ে জানা যায়, পাত্রী বিবাহিতা, এক সন্তানের মা। এরপরই পাত্র বিয়ে করতে না চাওয়ায়, গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন মহিলা। পূর্ব মেদিনীপুরে মহিষাদলের লক্ষ্যার ঘটনা।
শুক্রবার হুগলির বাসিন্দা কৃষ্ণদাস অধিকারির তাঁর বন্ধু প্রসেনজিৎ পাঁজাকে সঙ্গে নিয়ে মহিষাদলে বিয়ে করতে যান। সেখানে পৌঁছে জানতে পারেন, প্রেমিকা সঙ্গীতা বড়ুয়া আগে থেকেই বিবাহিত। এরপরই বিয়েতে নারাজ ও আত্মহত্যার চেষ্টার ঘটনা। মহিলাকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হন প্রেমিকের বন্ধুও। আশঙ্কাজনক অবস্থায় দু'জনেই তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তদন্ত করছে মহিষাদল থানার পুলিশ।