Football World Cup 2018

‘অন্তবার্স খুলে নেব’ ! বিমানকর্মীকে হুমকি দিলেন আদিত্য নারায়ণ

Akash Misra | News18 Bangla
Updated:Oct 02, 2017 07:40 PM IST
‘অন্তবার্স খুলে নেব’ ! বিমানকর্মীকে হুমকি দিলেন আদিত্য নারায়ণ
aditya-narayan
Akash Misra | News18 Bangla
Updated:Oct 02, 2017 07:40 PM IST

#মুম্বই: এটাকেই কী বলে স্টারের মেজাজ ! তার ওপর আবার স্টারের পুত্র বলে কথা ৷ আর সেই মেজাজের ঠ্যালা হাড়ে হাড়ে টের পেলেন রায়পুর বিমানবন্দের কর্মীরা ! ঘটনাটি ঘটিয়েছেন জনপ্রিয় গায়ক উদিত নারায়ণের পুত্র আদিত্য নারায়ণ, যিনি নিজেও গায়ক, আবার নায়কও বটে ৷

ঘটনাটি হল, সোশ্যাল মিডিয়া সম্প্রতি ভাইরাল হল এক ভিডিও। যেখানে দেখা গিয়েছে ইন্ডিগোর এক বিমানকর্মীর সঙ্গে বচসায় মেতেছেন আদিত্য নারায়ণ ৷ তবে ঠিক কী কারণে ইন্ডিগোর এই কর্মীর উপর এতটা রেগেছেন আদিত্য, তা জানা যায়নি। ভিডিও দেখে মনে করা হচ্ছে, বিমানবন্দরে অনুমতি ছাড়া হয়তো কোথাও ভিডিও তুলছিলেন আদিত্য নারায়ণ । তাতে বাধা দিয়েছিলেন ওই কর্মী। আর এতেই রেগে যান আদিত্য। আর রাগের মাথায় বিমানকর্মীকে আদিত্য হুমকি দেন, ইন্ডিগো কর্মীর ‘চাড্ডি’ না খুলে নিতে পারলে তাঁর নাম অদিত্য নারায়ণ নয় !

First published: 07:40:27 PM Oct 02, 2017
পুরো খবর পড়ুন
अगली ख़बर