#কলকাতা: যেমন বাবা তার তেমনি মেয়ে, যখনই সুযোগ পান তখনই দেখান ম্যাজিক ! তবে এই ম্যাজিকে ভ্যানিশ নয়, বরং টপাটপ চলে এল হরেকরকম নাড়ু ! ভাবছেন কেসটা কি?
কাণ্ডটা হল, সরস্বতীপুজোতে ম্যাজিকের কারিগরি দেখালেন জুনিয়ার পি সি সরকারের মেয়ে অভিনেত্রী মুমতাজ সরকার ৷ আর সেই ম্যাজিকের ভিডিও ফেসবুকে আসতেই হই হই কাণ্ড ৷ তা ঠিক কী জাদু করলেন মুমতাজ ৷
প্রথমে মুমতাজ মুখ খুলে দেখালেন কিচ্ছুটি নেই ৷ তারপর নাকের সামনে হাত নিতেই, টপাটপ মুখ থেকে বেরিয়ে এল একের পর এক নাড়ু ! ভিডিও পোস্ট করে মুমতাজ লিখলেন, ‘অন্যের ভাগের প্রসাদ খেলে এরকমটাই ঘটে !’