#গাজিয়াবাদ: গাজিয়াবাদের জেল থেকে তলোয়ার দম্পতি কবে মুক্তি পাবেন তাই নিয়ে বাড়ছে জটিলতা। জানা গিয়েছে, এখনও এলাহাবাদ হাইকোর্ট থেকে রিলিজ অর্ডার এসে পৌছয়নি দাসনা জেল কর্তৃপক্ষের হাতে। মাঝে শনি-রবিবার পড়ে যাওয়ায় সোমবারের আগে রাজেশ ও নুপুর তলোয়ার মুক্তি পাবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আরুষি হত্যাকাণ্ডের ন'বছর পর বাবা রাজেশ ও মা নুপুর তলোয়ারকে বৃহস্পতিবারই বেকসুর খালাস ঘোষণা করে এলাহাবাদ হাইকোর্ট।
যথেষ্ট তথ্যপ্রমাণ না মেলায় বেনিফিট অফ ডাউট দেয় আদালত। ২০০৮ সালের ১৬ই মে নয়ডার বাড়িতে উদ্ধার হয় আরুষি তলোয়ারের রক্তাক্ত দেহ। একদিন পর উদ্ধার হয় পরিচারক হেমরাজের দেহ। তবে তলোয়ার দম্পতি মুক্তি পেলেও দু'টি খুনের রহস্যভেদ এখনও হল না।