আমেদাবাদ: গুজরাট ভোটে একাধিক ইস্যুতে রাজনৈতিক তরজা চরমে উঠেছে। শেষ দফার ভোটের দিনও সেই দ্বৈরথ অব্যাহত রইল। এমন এক আবহেই শেষ হল ভোটপর্ব। বিকাশেই ফের একবার ভরসা নাকি শাসকের ব্যর্থতাকেই শাস্তি দিলেন গুজরাতবাসী। অপেক্ষা ১৮ ডিসেম্বরের। গুজরাতের ভোটযুদ্ধে পটেল, পতিদার, আদিবাসী ও কংগ্রেস জোটের মোকাবিলা করাই চ্যালেঞ্জ বিজেপির। দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬৮.৭০ শতাংশ ৷
গুজরাত বিধানসভা ভোটে বুথফেরত সমীক্ষায় কংগ্রেসকে পিছনে ফেলে ছুটছে বিজেপির বিজয়রথ। ৬টি এক্সিট পোলে গুজরাতে ফের সরকার গড়তে চলেছে বিজেপি ৷ বেশির ভাগ বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছে গুজরাতে ১০০ বেশির আসনে জয়ী হতে চলেছে বিজেপি ৷ ১৮২ আসনের বিধানসভা সরকার গড়তে লাগবে ৯২টি আসন ৷
আসন কমলেও গুজরাতের তখত নরেন্দ্র মোদির হাতেই থাকছে। গুজরাতে দ্বিতীয় পর্যায়ের ভোটের পর মোদির পক্ষেই ইঙ্গিত দিল সবকটি নির্বাচনী সমীক্ষা। তবে মোদি ঝড়ের ইঙ্গিত মিলল না। বরং সবকটি সমীক্ষার ফল মিলিয়ে দেখলে বিজেপির শক্তি কমারই সম্ভাবনা। অবস্থা যা, তাতে সরকার ধরে রাখতে পারলেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন নরেন্দ্র মোদি। নতুন আত্মবিশ্বাস নিয়ে ঝাঁপাতে পারবেন ২০১৯ এ।
অন্যদিকে হিমাচলে বিজেপি সরকার গড়তে চলেছে বলে জানিয়েছে ৭টি এক্সিট পোল ৷