#জেরুজালেম: একগুচ্ছ বৈঠক। দিনভর নানা কর্মসূচি। ৩ দিনের ইজরায়েল সফর প্রচণ্ড ব্যস্ততার মধ্যেই কাটাবেন নরেন্দ্র মোদি। দু-দেশের সম্পর্কের ইতিহাস মনে রেখেও থাকছে একাধিক অনুষ্ঠান। মোশে হোলৎবার্গের সঙ্গে মোদির দেখা করা নিয়ে উৎসাহ দু-দেশই। ২৬/১১ এর মুম্বই হামলা কেড়ে নিয়েছিল ইজরায়েলি শিশুটির বাবা-মাকে। চাবাড হাউস থেকে কোলে করে ২ বছরের মোশেকে নামিয়ে আনেন ন্যানি সান্দ্রা স্যামুয়েলস।
সেই মোশে এখন ১১ বছরে পা দিয়েছে। মোশে ও তার দাদু-দিদার সঙ্গে দেখা করবেন মোদি। দেখা করবেন সান্দ্রার সঙ্গেও। গত ৬৯ বছরে ইসরায়েলের হয়ে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে প্রাণ দিয়েছেন ৩০০ রও বেশি ভারতীয় বংশোদ্ভুত ইহুদী। এই শহিদদের স্মৃতিতে তৈরি মিউজিয়ামও যাবেন ভারতের প্রধানমন্ত্রী।