Football World Cup 2018

মিউজিক লঞ্চেই খরচ ১৫ কোটি, এশিয়ার সবচেয়ে বড় ছবি নিয়ে আসছেন রজনীকান্ত

Akash Misra | News18 Bangla
Updated:Oct 27, 2017 02:28 PM IST
মিউজিক লঞ্চেই খরচ ১৫ কোটি, এশিয়ার সবচেয়ে বড় ছবি নিয়ে আসছেন রজনীকান্ত
2.0 poster
Akash Misra | News18 Bangla
Updated:Oct 27, 2017 02:28 PM IST

#চেন্নাই: দেশের সবচেয়ে খরচাবহুল ছবি হিসেবে তালিকায় নাম লিখিয়ে ছিল বাহুবলি! তবে সেই সব রেকর্ডকে ভেঙে চুরমার করে এবার আসছেন দক্ষিণী ছবির থালাইভা রজনীকান্ত ৷ ছবির নাম ‘২.০’ ৷ এই ছবিই হতে চলেছে এশিয়ার সবচেয়ে খরচাবহুল ছবি ৷ ছবির বাজেট ৪০০ কোটি টাকা ৷ তবে শুধু ছবিতেই নয়, এই ছবির মিউজিক লঞ্চেই খরচ হয়েছে ১৫ কোটি টাকা ৷ দুবাইয়ের বুর্জ খালিফাকে সাজিয়ে তোলা হয়েছে ছবির আদলে ৷ মিউজিক লঞ্চে থাকছেন এ আর রহমান ৷ থাকছেন ছবির গোটা টিম ৷

Rajni

এমনকী, ইন্টারনেটে মুক্তি পেয়েছে এই ছবির নতুন পোস্টারও ৷ যেখানে একেবারে অন্যরূপে দেখা গিয়েছে অক্ষয় কুমার, রজনীকান্ত ও অ্যামি জ্যাকশনকে ৷

দক্ষিণী ছবিতেও তো এটাই অক্ষয়ের প্রথম আত্মপ্রকাশ ৷ ঝটকা তো লাগবেই ৷ লাগলও তাই ৷ অদ্ভুত ভ্রু, চোখ বিস্ফারিত ৷ আদব-কায়দায় কেমন জানি রহস্য ! ‘ইনথিরান ২’ মানে ‘রোবট ২’তে ঠিক এই রকমই লুকে ধরা দিতে চলেছে বলিউডের অ্যাকশন কুমার ৷ সঙ্গে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ৷ অ্যাকশনে মোড়া এই ছবি, একেবারে সারপ্রাইজ ঠাসা ৷ আপাতত, তার ইশারা অক্ষয়ের এক ছবিতেই ৷

First published: 02:28:16 PM Oct 27, 2017
পুরো খবর পড়ুন
अगली ख़बर