জন্মের পর আস্তাকুঁড়েতে জায়গা হয়েছিল নূপুর চৌহানের ৷ সেই মেয়েই পৌঁছে গেলেন ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র আসরে ৷ আর ৫-১০ হাজার টাকা নয়, জিতলেন একেবারে ১২ লক্ষ টাকা !
২৯ বছর আগের ঘটনা ৷ কানপুরের এক সরকারি হাসপাতালে জন্ম হওয়া নপূরকে মৃত বলে বলে ঘোষণা করেছিলেন চিকিৎসকরা ৷ আর মৃত শিশুর দেহ ফেলে দেওয়া হয় হাসপাতালের পিছনে রাস্তার আস্তাকুঁড়েতে ৷ এক রাত সেই অবস্থাতেই পড়ে ছিল দেহ ৷
আচমকাই এক আত্মীয়ের চোখে পড়ে যে ফেলে দেওয়া শিশুটির শরীর নড়ছে ৷ তখনই তাড়াতাড়ি ডাকা হয় ডাক্তারদের ৷ কন্যা সন্তানের দেহে প্রাণ রয়েছে ৷ চিকিৎসায় জীবন ফিরে পায় সে ৷ সেই আস্তাকুঁড়ের শিশুই আজ দেশের সবচেয়ে বড় গেম শো-তে ১২ লক্ষ টাকার মালিক ৷
আর একটু হলে এক কোটি টাকাও হয়তো জিতে যেতেন তিনি ৷ কিন্তু মাঝে একটা ভুল উত্তরের জন্য সেটা সম্ভব হয়নি ৷
নুপূরের জীবন কাহিনী শুনে আবেগপ্লুত হয়ে পড়েন অমিতাভ বচ্চনও ৷ তিনি স্যালুট জানিয়েছেন নুপূরকে ৷ হাঁটা চলায় কিছুটা সমস্যা থাকলেও নিজের চেষ্টাতেই হট সিটে বসেন নুপূর ৷