ভারতে লঞ্চ হল Motorola-র বিশেষ ফোন ৷ Moto G7 Power ৷ Motorola-র অন্যান্য ফোনের থেকে ফিচারে খুব একটা তফাত নেই এই ফোনের ৷ তবে, ব্যতিক্রম শুধু ব্যাটারিতে ৷
এই ফোনটির ৫০০০ মেগাহার্ৎজ সম্পন্ন ব্যাটারি রয়েছে ৷ Motorola সংস্থার আধিকারিকদের দাবি, এই মোবাইলে যদি আপনি একবার চার্জ দেন ৷ তাহলে ৬০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে মোবাইলটি ৷
এই মোবাইলটির দাম ১৩,৯৯৯ টাকা ৷ এই মোবাইলটিতে রয়েছে ৬.২ ইঞ্চির ডিসপ্লে ৷ এছাড়াও স্ক্রিনের প্রোটেকশনের জন্য মোবাইলটির স্ক্রিনে রয়েছে বিশেষ গোরিলা গ্লাস ৷ এছাড়াও এটিতে এলসিডি প্যানেল ব্যবহার করা হয়েছে ৷ ফোনটিতে রয়েছে অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩২ প্রসেসর ৷
এছাড়াও ফোনটিতে রয়েছে ৪ জিবি ব়্যাম এবং ৬৪ জিবি সম্পন্ন ইন্টারনাল মেমরি ৷ পাশাপাশি Android 9 Pie সফটওয়্যার ইনস্টল রয়েছে ফোনটিতে ৷
ক্যামেরা কোয়ালিটিও বেশ চমকপ্রদ ৷ ১২ মেগাপিক্সেল সিঙ্গেল রিয়ার ক্যামেরা ৷ ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল ৷ অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে 4G LTE, WiFi, Bluetooth, GPS, USB Type C ৷