দারুণ ফর্মে ভারতীয় মহিলারা ৷ ইংল্যান্ডের মহিলাদের বিরুদ্ধে 2nd ODI তে মিতালি-ঝুলনরা জিতলেন ৭ উইকেটে ৷ Photo- Indian Women Team/ Twitter Handle
এদিন টসে জিতে ইংল্যান্ড মহিলারা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ৷ ৪৩.৩ ওভারে ১৬১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড ৷ Photo- Indian Women Team/ Twitter Handle
ঝুলন গোস্বামী, শিখা পান্ডে ৪টি করে উইকেট নেন ৷ ২ উইকেট পান পুনম যাদব ৷ Photo- Indian Women Team/ Twitter Handle
এদিকে রান তাড়া করতে নেমে জেমামইমার উইকেট তাড়াতাড়ি হারালেও স্মৃতি মান্ধানা কোনও ভুল করেননি ৷ একদিনের ক্রিকেটে ১৫ তম অর্ধশতরান করলেন তিনি ৷ Photo- Indian Women Team/ Twitter Handle
ইংলিশ ব্যাটসম্যানরা যে ভুল করেছেন তার কোনটাই করেননি পুনম রাউত বা অধিনায়ক মিতালি রাজ ৷ তাঁরা ৩২ ও ৪৭ রান করেন ৷ ৪১.১ ওভারে মাত্র ৩উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া ৷ Photo- Indian Women Team/ Twitter Handle