♦ ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি, বলিউডের ইতিহাসে কালো দিন বলে লেখা থাকবে চিরকাল। কারণ ওইদিন বলিউডের আকাশ থেকে খসে পড়েছিল একটি গুরুত্বপূর্ণ নক্ষত্র। ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ ভারতের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবী। যাঁর মৃত্যুতে শোকস্তদ্ধ হয়ে যায় গোটা বলিউড। দুবাইতে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আকস্মিকভাবে মারা যান শ্রীদেবী। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে আসে জাহ্নবী কাপুর ও খুশি কাপুরের মনে। মায়ের কথামতো বলিউডে পা রেখেছেন জাহ্নবী। ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ তিথি অনুযায়ী শ্রীদেবীর প্রথম মৃত্যুবার্ষিকী চলে গিয়েছে ৷ সেদিনটিতেই চেন্নাইয়ে শ্রীদেবীর বাড়িতে এক বিশেষ পুজোর আয়োজন করেছিলেন বলি কাপুর ৷ এ বার নিলেন আরও একটি উদ্যোগ ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ জানা গিয়েছে, শ্রীদেবীর পরণের একটি শাড়ি নিলামে তুলতে চলেছেন শ্রীদেবীর স্বামী ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ নিলামে যে শাড়িটি তোলা হবে তা হল একটি কোটা শাড়ি ৷ যার দাম ৪০ হাজার ৷ মনে করা হচ্ছে নিলামে এই শাড়িটির দাম এখনও অবধি ১ লক্ষ ২৫ হাজার টাকা অবধি উঠেছে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
♦ সূত্রের খবর নিলামে যে অঙ্কটা আয় তাঁর পুরোটাই একটি চ্যারিটিকে দেওয়া হবে বলেই জানিয়েছেন বনি কাপুর। ছবি: ইনস্টাগ্রাম ৷