দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)
ব্যাটসম্যান
বোলার
অলরাউন্ডার
ওইকেটকিপার
নেতৃত্ব দেবেন ডেভিড ওয়ার্নার। ব্যাটিংয়ে তাঁর অনুপস্থিতি ঢাকার জন্য হয়তো অনেক বিকল্পই রয়েছেন। তবে ঋষভের মতো কিপার-ব্যাটসম্যান সহজে পাওয়া সম্ভব নয়! কী হতে পারে দিল্লির রণনীতি? বাংলার উইকেট রক্ষক অভিষেক পোড়েল যোগ দিয়েছেন দলে। সরফরাজ নন, কিপিংয়ে আরও বিকল্প রয়েছেন মণীশ পাণ্ডে ও ফিল সল্ট। পৃথ্বী শ, যশ ধূল, ফিল সল্ট, সরফরাজ খান, মণীশ পান্ডে, রাইলি রোসো, রিপল প্য়াটেল, রোভম্য়ান পাওয়েল, মিচেল মার্শ, ললিত যাদব, অক্ষর প্য়াটেল, আমান খান, বিকি ওসওয়াল, কুলদীপ যাদব, প্রবীণ দুবে, অনরিখ নর্ৎজে, চেতন সাকারিয়া, কমলেশ নাগরকোটি, খলিল আহমেদ, লুনগি এনগিডি, মুস্তাফিজুর রহমান, ইশান্ত শর্মা, মুকেশ কুমারদের মতো ক্রিকেটার আছে দলটায়। বাংলার মুকেশ সাড়ে পাঁচ কোটি টাকায় গিয়েছেন। নর্ৎজে এবং লুনগি এনগিডিকে শুরুর দিকে পাবে না দিল্লি। মুকেশের কাছে দারুণ সুযোগ। সব মিলিয়ে কোচ রিকি পন্টিং এবং ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ের মাথায়। দিল্লির যথেষ্ট সুযোগ আছে বলাই যায়।