বৃশ্চিক

Share:FacebookTwitterLinkedin
বৃশ্চিক রাশি চারিত্রিক বৈশিষ্ট্য, ব্যক্তিত্ব এবং ব্যবহার:

বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের উপর সব থেকে বেশি প্রভাব থাকে লাল গ্রহ বা মঙ্গল গ্রহের। ফলে বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা বেশ গম্ভীর, সাহসী এবং জেদী স্বভাবের হয়। আবার কখনও কখনও এরা অত্যন্ত ক্ষিপ্র এবং আবেগপ্রবণও হয়। তাই সাধারণত বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের অন্যরা খুব একটা হালকা ভাবে নেওয়ার ভুল কখনওই করে না। আর বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা নিজেদের মতো করে জীবন কাটাতে পছন্দ করে এবং ভাগ্যের উপর এদের দারুণ নিয়ন্ত্রণ থাকে।

প্রতীক:বৃশ্চিক রাশির প্রতীক হল -- বৃশ্চিক বা বিছে। যা খুবই বিপজ্জনক এবং বিষাক্ত প্রাণি। এই রাশির জাতকেরা সাধারণত শান্ত স্বভাবের এবং দয়ালু প্রকৃতির হয়।

শারীরিক গঠন ও বৈশিষ্ট্য:এদের হাত বেশ লম্বা হয় এবং হাতের তালু একেবারেই চ্যাপ্টা প্রকৃতির হয়। সেই সঙ্গে হাতের আঙুল মোটা এবং বুড়ো আঙুল ছোট আকারের হয়।

ব্যক্তিত্ব:এরা অত্যন্ত সংবেদনশীল হয়। তবে এরা সে ভাবে কোনও রকম প্রথা, ঐতিহ্য মানতে পছন্দ করে না। চ্যালেঞ্জ নিতে এই রাশির জাতক-জাতিকারা খুবই ভালোবাসে এবং এরা উচ্চাকাঙ্খীও হয়ে থাকে।

শখ:বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা প্রচণ্ড দামী দামী গাড়ি পছন্দ করে এবং নানা রকম অলঙ্কার ভালোবাসে। পাশাপাশি, এই রাশিতে জন্মানো মানুষগুলো প্রেমের উপন্যাস এবং অপরাধ সম্বন্ধীয় উপন্যাস পড়তে পছন্দ করে।

দোষ:সাধারণত এই রাশির জাতক-জাতিকাদের বাইরে থেকে দেখে শান্ত মনে হয়, কিন্তু সব সময় প্রতিশোধের ভাবনা এদের মনের মধ্যে পাক খেতে থাকে। ফলে সঠিক সময় এলে এরা এদের শত্রুকে রেহাই দেয় না।

শিক্ষা ও ব্যবসা:মেডিসিন, জ্যোতিষশাস্ত্র, বিজ্ঞান, ম্যানেজমেন্ট, বাণিজ্য এবং রাষ্ট্রবিজ্ঞানের মতো বিষয়ে বৃশ্চিক রাশির জাতকেরা দারুণ সাফল্য অর্জন করতে পারে। আবার ব্যবসার দিক থেকেও এরা বেশ সফল হয়। বিশেষ করে কেনা-বেচা, মেডিসিন এবং বৈদ্যুতিক সরঞ্জাম সংক্রান্ত ব্যবসার ক্ষেত্রে এরা সফল ব্যবসায়ী হতে পারে।

প্রেমজীবন:এরা জীবনে ভালোবাসা এবং স্নেহ চায়। আর এই রাশির জাতক-জাতিকারা ভালবাসা অথবা স্নেহের প্রতিদান চায় সব সময়। সেই সঙ্গে এরা ভীষণই রোম্যান্টিক এবং আবেগপ্রবণও হয়।

বিবাহিত এবং গার্হস্থ্য জীবন:এই রাশির জাতক-জাতিকাদের নিজেদের সঙ্গীর থেকে একটা নির্দিষ্ট চাহিদা থাকে। তবে এদের সঙ্গীরা সেই চাহিদা পূরণ করতে না-পারলে এই রাশির জাতক-জাতিকারা সম্পর্ক ভেঙে বেরিয়ে আসতে এক বারের জন্যও ভাবে না। ফলে পরিজনদের সঙ্গেও এদের সে রকম ভাল সম্পর্ক বজায় থাকে না।

বন্ধুভাগ্য: কর্কট, সিংহ, মেষ, ধনু এবং মীন রাশির জাতক-জাতিকাদের সঙ্গে এদের বেশ ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠতে পারে। তবে মিথুন এবং কন্যা রাশির জাতক-জাতিকাদের থেকে এদের একটু দূরত্ব বজায় রেখেই চলা উচিত।

লাকি সংখ্যা:

লাকি রং: লাল এবং বেইজ রং

লাকি দিন:মঙ্গলবার

লাকি জেমস্টোন:প্রবাল

আজ আপনি প্রচুর খরচ করবেন।এই খরচের বেশিরভাগই হবে বিনোদন ও বিনোদনমূলক ক্রিয়াকলাপে।আপনি চলচ্চিত্র অথবা কোনো সার্কাস দেখতে যেতে পারেন।যদিও অসুস্থতার কারনে আপনার মজা কিছুটা নস্ট হতে পারে।মানষিকভাবেও আপনার দিনটি খুব ভালো কাটবে না।আপনি আজ কিছুটা দূর্ঘটনাপ্রবণ হয়ে পরবেন।সুতরাং খুব সাবধান থাকুন।বিভিন্ন কথোপোকথনেও আপনি এমন কিছু অযৌক্তিক কথা বলতে পারেন যেটি ঝগড়ার রূপ নিতে পারে।গনেশ মনে করেন, আপনি রক্তচাপ জনিত সমস্যায় ভূগতে পারেন আর আপনার ধৈর্যশক্তি আজ কিছুটা কম থাকতে পারে।আদালত সঙ্ক্রান্ত বিষয়গুলিতে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করুন।

আরও পড়ুন

ফটো গ্যালারি

আরও পড়ুন

আজকের পঞ্জিকা

আজকের সূর্যোদয়:05:53

আজকের বার: শুক্ল পক্ষ ত্রয়োদশী

স্বাতী:স্বাতী

তাইতিল: তাইতিল

আজকের যোগ:শুক্ল

আজকের পক্ষ:পরিধ

আজকের বার:শুক্রবার

আরও পড়ুন

মুহূর্ত

অশুভ মুহূর্ত

রাহু কাল:10:56 to 12:37