মীন রাশিকে মূলত নিয়ন্ত্রণ করে বৃহস্পতি গ্রহ। ফলে মীন রাশির জাতক-জাতিকারা বেশ আধ্যাত্মিকতার দিকে ঝোঁকে। এরা নিঃস্বার্থ ভাবে ভালবাসতে জানে। আর এই রাশির জাতক-জাতিকারা নিজেদের আদর্শগত দুনিয়ায় বাঁচতে বিশেষ পছন্দ করে।
প্রতীক:এই রাশির প্রতীক হল -- মাছ। ফলে মীন রাশির জাতক-জাতিকারা মাছের মতোই শান্ত, ধীর-স্থির এবং দয়ালু স্বভাবের হয়। এরা অন্যের প্রতি বেশ সহানুভূতিশীলও থাকে। ফলে অন্যরা এই রাশির জাতক-জাতিকাদের খুবই পছন্দ করে।
শারীরিক গঠন ও বৈশিষ্ট্য:মীন রাশির জাতক-জাতিকারা সাধারণত রহস্যজনক প্রকৃতির হয়। এরা ধর্মপ্রাণ এবং বুদ্ধিজীবী হয়। ।
ব্যক্তিত্ব:মীন রাশির জাতক-জাতিকারা শিল্পীমনস্ক হয়। এরা কোনও নির্দিষ্ট পরিস্থিতি সহজেই বুঝতে পারে এবং সেই পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়েও নেয়।
শখ:মীন রাশির জাতক-জাতিকারা সাধারণত একটু অলস প্রকৃতির হয়। এরা ভীতু এবং অন্যদের সহজে বিশ্বাস করে ফেলে। আর অন্ধবিশ্বাসের ফলে তার খেসারত এদের দিতে হয়।
দোষ:মীন রাশির জাতক-জাতিকারা সাধারণত একটু অলস প্রকৃতির হয়। এরা ভীতু এবং অন্যদের সহজে বিশ্বাস করে ফেলে। আর অন্ধবিশ্বাসের ফলে তার খেসারত এদের দিতে হয়।
শিক্ষা ও ব্যবসা:শিল্পকলা, সঙ্গীত, সাহিত্য, লেখালিখি -- এই ধরনের বিষয় বেছে নিলে এরা সাফল্য লাভ করতে পারবে। তবে ব্যবসায় সাধারণত এদের বিশেষ আগ্রহ থাকে না। আসলে কোনও কিছুর মধ্যে লুকিয়ে থাকা বিষয় খুঁজে বার করতে পছন্দ করে মীন রাশির জাতক-জাতিকারা।
প্রেমজীবন:মীন রাশির জাতক-জাতিকাদের জীবনে প্রেম একটা গুরুত্বপূর্ণ বিষয়। এদের সব সময় মনে হতে থাকে যে, প্রেমহীন জীবনের কোনও মূল্যই নেই। এরা সাধারণত পরিণত এবং বুদ্ধিমান মানুষজনের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পছন্দ করে।
বিবাহিত এবং গার্হস্থ্য জীবন:মীন রাশির জাতক-জাতিকাদের জন্য সব থেকে ভাল সঙ্গী হল কন্যা রাশির জাতক-জাতিকারা। এদের বিবাহিত জীবন সুখ-সমৃদ্ধিতে ভরা থাকে।
বন্ধুভাগ্য:মেষ, কর্কট, সিংহ, ও ধনু রাশির জাতক-জাতিকাদের সঙ্গে মীন রাশির জাতক-জাতিকাদের বেশ ভালো বন্ধুত্বের সম্পর্ক হয়। তবে বৃষ, মিথুন, কন্যা এবং তুলা রাশির জাতক-জাতিকাদের সঙ্গে মীন রাশিতে জন্ম নেওয়া মানুষজনের মতাদর্শগত পার্থক্য থাকতে পারে।
লাকি সংখ্যা:৩ অথবা ৭
লাকি রং: হলুদ
লাকি দিন:বৃহস্পতিবার
লাকি জেমস্টোন:পোখরাজ
মুহূর্ত
অশুভ মুহূর্ত
:
রাশি এবং ব্যক্তিত্ব
মেষ
21 মার্চ- 20 এপ্রিলবৃষ
21 এপ্রিল - 21 মেমিথুন
22 মে - 21 জুনকর্কট
22 জুন - 22 জুলাইসিংহ
23 জুলাই - 21 অগস্টকন্যা
22 অগস্ট - 23 সেপ্টেম্বরতুলা
24 সেপ্টেম্বর - 23 অক্টোবরবৃশ্চিক
24 অক্টোবর - 22 নভেম্বরধনু
23 নভেম্বর - 22 ডিসেম্বরমকর
23 ডিসেম্বর - 20 জানুয়ারিকুম্ভ
21 জানুয়ারি - 19 ফেব্রুয়ারিমীন
20 ফেব্রুয়ারি - 20 মার্চ