কুম্ভ রাশিকে নিয়ন্ত্রণ করে শনি গ্রহ। আর শনির প্রভাবের কারণে এই রাশির জাতক-জাতিকারা বেশ স্বাধীনচেতা হয় এবং এরা স্বাধীন ভাবে জীবন কাটাতে ভালোবাসে। কুম্ভ রাশির জাতক-জাতিকারা প্রযুক্তিগত দিকে খুবই দক্ষ হয় এবং নানা রকম আবিষ্কার এদের হাত দিয়েই হয়ে থাকে।
প্রতীক:কুম্ভ রাশির প্রতীক হল -- একটি ঘোড়া। এই রাশিতে জন্ম নেওয়া মানুষগুলোর সব সময় সমাজ ও মানুষের জন্য কিছু একটা করার তাগিদ থাকে। এর ফলে এরা অন্য মানুষের থেকে নিজেদের দূরত্ব তৈরি করে ফেলে।
শারীরিক গঠন ও বৈশিষ্ট্য:এই রাশির জাতক-জাতিকারা সাধারণত লম্বা হয়। এদের মুখ বড় হয় এবং ঘাড়, পিঠ, পেট, কোমর, পা বেশ লম্বা হয়।
ব্যক্তিত্ব:কুম্ভ রাশির জাতক-জাতিকারা বেশির ভাগ ক্ষেত্রেই বেশ আত্মকেন্দ্রিক হয়ে থাকে। ফলে এরা কথাবার্তা বা আলাপচারিতা শুরু করতে একটু লজ্জাই পায়। তবে এদের মানসিক শক্তি এবং মনের ইচ্ছে খুবই মজবুত হয়।
শখ:কুম্ভ রাশির জাতক-জাতিকারা বেড়াতে যেতে বেশ ভালবাসে। এ ছাড়াও ফোটোগ্রাফি করা, গল্পের বই পড়া, বিভিন্ন আকার ও মাপের পাথর সংগ্রহ করা, ইলেকট্রনিক গ্যাজেট সংগ্রহে রাখা এবং ছুটি কাটানো- এ সবই এদের অবসরযাপনের অঙ্গ।
দোষ:কুম্ভ রাশির জাতক-জাতিকারা শুধুমাত্র এক জনের উপর মনোনিবেশ করতে পারে না। আর খুব সহজেই বোর হয়ে যায়, ফলে এরা বারবার সঙ্গী বদলাতে থাকে।
শিক্ষা ও ব্যবসা:এরা বেশ বুদ্ধিমান হয়। ফলে গবেষণা এবং বিজ্ঞানের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক-জাতিকারা দক্ষ হয়। এ ছাড়া, জ্যোতিষশাস্ত্র, দর্শন, মেডিসিন, কম্পিউটার প্রভৃতি বিষয়েও এরা দারুণ সাফল্য লাভ করতে পারে।
প্রেমজীবন:এই রাশির জাতক-জাতিকারা সাধারণত কল্পনার জগতে বাস করে। আর সেটা নিয়েই উচ্ছ্বসিত থাকে। তবে এরা মন খুলে ভালবাসতে জানে এবং নিজেদের সঙ্গীর থেকেও সেটাই আশা করে।
বিবাহিত এবং গার্হস্থ্য জীবন:কুম্ভ রাশির জাতক-জাতিকারা আশা করেন যে, তাদের সঙ্গীরা জীবনের সমস্ত নিয়মকানুন মেনে চলুক। এরা সঠিক পথে চলে, ফলে জীবনসঙ্গী হিসেবে এরা দারুণ।
বন্ধুভাগ্য:বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর রাশির জাতক-জাতিকাদের সঙ্গে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের বেশ ভালো বন্ধুত্বের সম্পর্ক হয়। তবে মেষ, কর্কট, সিংহ এবং বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের থেকে এদের দূরে থাকাই শ্রেয়।
লাকি সংখ্যা:৮
লাকি রং: কালো, পার্পল, গাঢ় নীল
লাকি দিন:শনিবার
লাকি জেমস্টোন: নীলা
আজকের দিনটি গনেশ মিশ্র মতামত পোষোণ করছেন।আপনার সাস্থ্য সন্তোষজনক অবস্থায় থাকবেনা, এটি আপনার বিরক্তির কারন হতে পারে।যদিও কঠোর পরিশ্রম করা থেকে এটি আপনাকে বিরত রাখতে পারবেনা।আপনি কাজে এতটাই মগ্ন হয়ে যাবেন যে আপনি আপনার অসুস্থতাকে ভূলে যেতে পারেন।কিন্তু আপনার উর্ধতনেদের কাছে ব্যাপারটি খুব ভালো নাও লাগতে পারে।হয়ত আপনার অসুস্থতার জন্য দক্ষতা কিছুটা কমে যাবে, সেইজন্য।খরচের ব্যাপারে আজ আপনি কিছুটা উদার থাকবেন।ব্যাবসার কারনে অথবা নিছকই আনন্দ করতে কোথাও ঘুরতে যেতে পারেন।যারা আপনার উপর নির্ভরশীল, তাদের প্রতি আপনার চিন্তা-ভাবনা বজায় থাকবে।বিরোধিদের সাথে অহেতুক বাক বিতন্ডায় জড়িয়ে নিজের সময় ও শক্তির অপচয় করবেন না।
আরও পড়ুনআজকের পঞ্জিকা
আজকের সূর্যোদয়:05:53
আজকের বার: শুক্ল পক্ষ ত্রয়োদশী
স্বাতী:স্বাতী
তাইতিল: তাইতিল
আজকের যোগ:শুক্ল
আজকের পক্ষ:পরিধ
আজকের বার:শুক্রবার
মুহূর্ত
অশুভ মুহূর্ত
রাহু কাল:10:56 to 12:37
রাশি এবং ব্যক্তিত্ব
মেষ
21 মার্চ- 20 এপ্রিলবৃষ
21 এপ্রিল - 21 মেমিথুন
22 মে - 21 জুনকর্কট
22 জুন - 22 জুলাইসিংহ
23 জুলাই - 21 অগস্টকন্যা
22 অগস্ট - 23 সেপ্টেম্বরতুলা
24 সেপ্টেম্বর - 23 অক্টোবরবৃশ্চিক
24 অক্টোবর - 22 নভেম্বরধনু
23 নভেম্বর - 22 ডিসেম্বরমকর
23 ডিসেম্বর - 20 জানুয়ারিকুম্ভ
21 জানুয়ারি - 19 ফেব্রুয়ারিমীন
20 ফেব্রুয়ারি - 20 মার্চ