গনেশ পূর্বানুমান করছেন যে আপনার আজকের দিনটি মোটামুটি হবে। কোনো অসাধারনত্ত নয়, বরং বলা যেতে পারে বেশ সাধারন ভাবেই কাটবে দিনটি।স্বাস্থ অপরিবর্তীত থাকবে। আপনি দুর্বল বোধ না করলেও, খুব বেশী প্রানবন্ত থাকবেন এমনটাও নয়।ক্রমবর্ধমান ব্যয় আপনাকে হতবম্ভ করে দেবে।ব্যয় নিয়ন্ত্রনে রাখার চেস্টা করুন, এটিকে সহ্যসীমার বাহিরে যেতে দেবেননা।এটি যেনো আপনার আর্থিক অবস্থার খুব বেশী অব্বনতি না ঘটায় সেদিকে লক্ষ রাখুন।নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকুন। ছুটির দিন হলেও বাড়িতেই রান্নার ব্যাবস্থা করুন।পত্নীর সহিত কথাবার্তায় তর্কবিতর্ক বর্জন করুন এবং অন্যকে আঘাত করতে পারে এজাতীয় কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখুন। কোনোও মহীলা কর্মচারির দরুন কোনোপ্রকার লাভের সম্ভাবনা আছে।
আরও পড়ুনএই রাশিকে নিয়ন্ত্রণকারী মূল গ্রহ হল- মঙ্গল। অর্থাৎ মেষ রাশির জাতক-জাতিকাদের উপর মঙ্গল গ্রহের প্রভাব বেশি থাকে। আর মঙ্গলগ্রহকে শক্তি এবং উদ্যমের মূল উৎস বলে গণ্য করা হয়। ফলে মেষ রাশির জাতক-জাতিকারা সব সময় প্রাণশক্তিতে ভরপুর থাকে এবং সেই সঙ্গে প্রচণ্ড উদ্যমীও হয়।
বৃষ রাশির উপর সব চেয়ে বেশি প্রভাব থাকে শুক্র গ্রহের। তাই এই রাশির জাতক-জাতিকারা কঠোর পরিশ্রম করেন এবং যে কোনও মূল্যে সেই শ্রমের ফল পেতে চান। আর বৃষ রাশিতে জন্মানো মানুষগুলো যে কোনও কাজের দায়িত্ব কাঁধে নিতে পারেন এবং তা নেওয়ার আগে কোনও ভাবনা-চিন্তাও করেন না।
মিথুন রাশির জাতক-জাতিকাদের উপর সব চেয়ে বেশি বুধ গ্রহের প্রভাব দেখা যায়। ফলে এই রাশির জাতক-জাতিকারা উপস্থিত বুদ্ধির অধিকারী হয়ে থাকে। শুধু তা-ই নয়, এরা অত্যন্ত কৌতূহলীও হয়ে থাকে। আবার মাঝে মাঝে দেখা যায়, মিথুন রাশির জাতক-জাতিকারা খুবই চালাক হয়। আর সেই সঙ্গে এরা প্রাণোচ্ছলও হয়, ফলে এদের এই গুণগুলোর জন্যই যে কোনও পার্টি অথবা অনুষ্ঠানে মিথুন রাশির জাতক-জাতিকাদের মারাত্মক চাহিদা।
কর্কট রাশিকে মূলত নিয়ন্ত্রণ করে চন্দ্র। ফলে এই রাশির জাতক-জাতিকাদের উপর চন্দ্রের প্রভাব বেশি হয়। তাই এরা পরিবারের লোকেদের কাছাকাছি থাকতে পছন্দ করে। কর্কট রাশির জাতক-জাতিকারা সাধারণত খুবই আবেগপ্রবণ এবং সংবেদনশীল হয়। তবে এই রাশিতে জন্মানো মানুষগুলো রেগে গেলে কিন্তু এদের স্বভাব পুরোপুরি বদলে যায়। তখন এরা অত্যন্ত নিষ্ঠুর হয়ে ওঠে।
সিংহ রাশির জাতক-জাতিকাদের উপর সব চেয়ে বেশি প্রভাব থাকে সূর্যের। ফলে এই রাশিতে জন্ম নেওয়া মানুষগুলো অত্যন্ত আত্মবিশ্বাসী, স্পষ্টভাষী, সাহসী এবং অহঙ্কারী গোছের হয়। সেই সঙ্গে এরা অত্যন্ত বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারীও হয়ে থাকে। ফলে অন্যদের মনে এদের নিয়ে একটা দীর্ঘস্থায়ী প্রভাব তৈরি হয়।
কন্যা রাশিকে নিয়ন্ত্রণকারী মূল গ্রহ হল বুধ। ফলে এই রাশির জাতক-জাতিকারা অত্যন্ত পরিশ্রমী হয় এবং অন্যের দিকে অনায়াসে সাহায্যের বাড়িয়ে দিতে পারে। এরা সাধারণত ভিত্তির উপরেই আস্থা রাখে। আর কন্যা রাশির জাতক-জাতিকারা খুবই নম্র স্বভাবের এবং সহজ-সরল হয়।
প্রধানত, তুলা রাশিকে নিয়ন্ত্রণ করে শুক্র গ্রহ। এরা একেবারেই একা থাকতে পছন্দ করে না। সাধারণত তুলা রাশির জাতক-জাতিকারা সব সময় অনেক মানুষের মাঝে থাকতে এবং সবার সঙ্গে কথা বলে আলাপ করতে খুবই পছন্দ করে। আসলে তুলা রাশিতে জন্মানো মানুষেরা যে কাজই করুক-না-কেন, সেটা অন্তর দিয়েই করে থাকে।
বৃশ্চিক রাশিকে নিয়ন্ত্রণকারী মূল গ্রহ মঙ্গল। এই রাশির জাতক-জাতিকারা সাধারণত একটু গম্ভীর প্রকৃতির হয়। এ ছাড়া এরা অত্যন্ত আবেগপ্রবণ, নির্ভীক, জেদী ও বুদ্ধিমান হয়। আসলে এদের হালকা ভাবে নিলে চলবে না। বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা সাধারণত নিজেদের মতো করে জীবন কাটাতে ভালবাসে আর নিজেদের ভাগ্যকে এরা দারুণ ভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম।
মূলত ধনু রাশির উপর সব থেকে বেশি প্রভাব থাকে বৃহস্পতি গ্রহের। আর এই রাশিতে জন্মানো মানুষগুলি অত্যন্ত প্রভাবশালী, ঝলমলে প্রকৃতির হয়। আশপাশের বিষয়গুলিকে ইতিবাচক ভাবেই বিচার করতে পছন্দ করে এরা। ধনু রাশির জাতক-জাতিকারা অত্যন্ত ধর্মপ্রাণ এবং তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হয়ে থাকে। শুধু তা-ই নয়, অত্যন্ত সৎ স্বভাবের এই মানুষগুলো ফ্যাশন ভীষণ পছন্দ করে।
মকর রাশিকে মূলত নিয়ন্ত্রণ করে শনি গ্রহ। ফলে এই রাশির জাতক-জাতিকারা কঠোর ভাবে নিয়ম মেনে চলতে ভালোবাসে। শুধু তা-ই নয়, যে কাজ এরা হাতে নেয়, সেটা এরা শেষ করতে পছন্দ করে।
কুম্ভ রাশিকে নিয়ন্ত্রণ করে শনি গ্রহ। এই রাশির জাতক-জাতিকারা স্বাধীন ভাবে চিন্তা-ভাবনা করতে এবং স্বাধীন জীবনযাপন করতে পছন্দ করে। প্রযুক্তিগত বিষয়ে এরা এগিয়ে থাকে।
মীন রাশির উপর মূল প্রভাব বিস্তারকারী গ্রহ হল - বৃহস্পতি। এই রাশিতে জন্ম নেওয়া মানুষজন অত্যন্ত আধ্যাত্মিক, নিঃস্বার্থ প্রকৃতির হয়ে থাকে। এরা সাধারণত মুক্তি বা পরিত্রাণে বিশ্বাস রাখে। মীন রাশির জাতক-জাতিকারা কল্পনার জগতে বিচরণ করতেও খুবই ভালোবাসে।
আজকের পঞ্জিকা
আজকের সূর্যোদয়:07:19
আজকের বার: শুক্ল পক্ষ দশমী
রোহিনী:রোহিনী
গারা: গারা
আজকের যোগ:শুক্ল
আজকের পক্ষ:ব্রহ্মা
আজকের বার:মঙ্গলবার
মুহূর্ত
অশুভ মুহূর্ত
রাহু কাল:15:39 to 17:02