TRENDING:

Oppo Find N3 Flip: পুজোয় নতুন ফোন কিনতে চান? আসছে Oppo-র ফোল্ডেবল Find N3 Flip! জেনে নিন দাম থেকে ফিচার

Last Updated:
Oppo-র তরফে কিছু স্পেসিফিকেশনের কথা জানান হয়েছে। মনে করা হচ্ছে, চিনে যে ফোনটি এই বছরের শুরুতে লঞ্চ করেছিল, এটি তার মতোই হবে।
advertisement
1/7
পুজোয় নতুন ফোন কিনতে চান? আসছে Oppo-র ফোল্ডেবল Find N3 Flip!
Oppo India-র তরফে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে তাদের আসন্ন ফোল্ডেবল ফোন Find N3 Flip সম্পর্কে ঘোষণা করা হবে আগামী ১২ অক্টোবর। এক বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই ফোনের আবরণ উন্মোচন হবে।
advertisement
2/7
YouTube-এর চ্যানেলে ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় ওই অনুষ্ঠান লাইভ স্ট্রিমও করা হবে। ভারতে Oppo-র দ্বিতীয় ফোল্ডেবল ফোন হতে চলেছে Find N3 Flip। চলতি বছরের শুরুতে সংস্থাটি প্রথম ফোল্ডেবল Find N2 Flip বাজারে এনেছিল।
advertisement
3/7
নতুন ফোনটি ঠিক কেমন হতে চলেছে তা নিয়ে স্বাভাবিক ভাবেই আগ্রহ তৈরি হয়েছে সকলের মধ্যে। Oppo-র তরফে কিছু স্পেসিফিকেশনের কথা জানান হয়েছে। মনে করা হচ্ছে, চিনে যে ফোনটি এই বছরের শুরুতে লঞ্চ করেছিল, এটি তার মতোই হবে। তবে দাম কত হতে পারে, সেবিষয়ে এখনও ধোঁয়াশা রয়েই গিয়েছে। বিশেষজ্ঞ মহলের ধারণা ভারতীয় মুদ্রায় ৯০,০০০-এর কাছাকাছি মূল্য হতে পারে এটির।
advertisement
4/7
কেমন স্পেসিফিকেশনের কথা জানিয়েছে Oppo, দেখে নেওয়া যাক— Oppo Find N3 ফ্লিপে থাকছে MediaTek Dimensity 9200 SoC। এতে রয়েছে 3GHz দ্বারা চালিত একটি ARM Cortex X3 কোর, তিনটি Cortex-A715 পারফরম্যান্স কোর এবং চারটি Cortex-A510 কোর রয়েছে। SoC-তে AI যাবতীয় কাজ করার জন্য MediaTek APU 690 এবং হার্ডওয়্যার-ভিত্তিক রে ট্রেসিংয়ের সাপোর্ট পাওয়া যাবে। এতে রয়েছে ARM-এর Immortalis-G715 GPU ফিচার।
advertisement
5/7
Find N3 ফ্লিপ ফোনটিতে থাকবে ১২ জিবি LPDDR5X RAM। ফোনের প্রাইমারি ক্যামেরায় রয়েছে Sony IMX709 সেন্সর-সহ একগুচ্ছ AI স্মার্ট ফিচার। ৪,৩০০ mAh ব্যাটারিতে থাকবে ৪৪W SuperVOOC ফাস্ট চার্জিং। ফলে এই ফোনটি মাত্র ৫৬ মিনিটে ১০০ শতাংশ চার্জ হয়ে যাবে।
advertisement
6/7
এছাড়াও, মনে করা হচ্ছে Find N3 Flip-এ থাকতে পারে একটি ৬.৮-ইঞ্চি ফোল্ডিং ডিসপ্লে, সঙ্গে ফুল-HD+ রেজোলিউশন এবং একটি ১২০Hz রিফ্রেশ রেট। আউটার ডিসপ্লে হতে পারে ৩.২৬ ইঞ্চি। প্রাইমারি ক্যামেরা ছাড়াও, ফোনটিতে একটি ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং একটি ৩২ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা থাকতে পারে। সেলফি ক্যামেরা হতে পারে ৩২ মেগাপিক্সেলের।
advertisement
7/7
তবে কেমন হবে Oppo Find N3 Flip-এর কোন স্টোরেজ ভেরিয়েন্ট বা কী কী রঙে পাওয়া যেতে পারে এই ফোন, তা এখনও জানা যায়নি।
বাংলা খবর/ছবি/প্রযুক্তি/
Oppo Find N3 Flip: পুজোয় নতুন ফোন কিনতে চান? আসছে Oppo-র ফোল্ডেবল Find N3 Flip! জেনে নিন দাম থেকে ফিচার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল