Indian Railways: রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম...! রথে দিঘা রুটে চলবে স্পেশ্যাল ট্রেন! কোন স্টেশনে কখন টাইম, জানুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Indian Railways Rath Yatra Special Train: রথ উৎসবে দিঘায় বাড়তি চাপ মাথায় রেখে দক্ষিণপূর্ব রেল ২৫ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত একটি স্পেশ্যাল মেমু লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ট্রেনটি পাঁশকুড়া থেকে দিঘা পর্যন্ত যাতায়াত করবে।
advertisement
1/6

*সৈকতে গড়াবে রথের চাকা। দিঘা জগন্নাথ ধাম উদ্বোধনের পর থেকেই, আলাদা উন্মাদনা দেখা গিয়েছে পর্যটকদের মধ্যে। এবার সেই দিঘা জগন্নাথ ধামের রথ উৎসব মহাসমারোহে পালিত হবে। আর এই রথকে কেন্দ্র করেই বিপুল মানুষের সমাগম ঘটবে দিঘায়।
advertisement
2/6
*রথ উৎসবে দিঘায় বাড়তি জনসমাগমের কথা মাথায় রেখে দক্ষিণ-পূর্ব রেল ২৫ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত একটি স্পেশ্যাল মেমু লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ট্রেনটি পাঁশকুড়া থেকে দিঘা পর্যন্ত যাতায়াত করবে।
advertisement
3/6
*পাঁশকুড়া থেকে দিঘার পথে ২৫ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত প্রতিদিন যাতায়াত করবে এই ট্রেন। সকাল সাত'টায় পাঁশকুড়া জংশন থেকে ছেড়ে সকাল ন'টা কুড়ি মিনিটে দিঘা পৌঁছবে। ট্রেনটির নম্বর ০৮১১৭। ফিরতি পথে ০৮১১৮ নম্বরে লোকাল ট্রেনটি দিঘা থেকে সকাল সাড়ে ন'টায় ছেড়ে পাঁশকুড়া পৌঁছবে সকাল ১১ঃ৫০ মিনিটে।
advertisement
4/6
*পাঁশকুড়া জংশন থেকে ছেড়ে যাত্রাপথের প্রতিটি স্টেশনে থামবে। এই লোকাল ট্রেনের ভাড়া পাঁশকুড়া থেকে দিঘা পর্যন্ত মাত্র ৩০ টাকা। ফলে রথের সময় এই ট্রেনটি জগন্নাথ দেবের ভক্তদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে।
advertisement
5/6
*রথযাত্রা উপলক্ষে দিঘায় ভালই মানুষের সমাগম ভাবে বলে মনে করছে প্রশাসন। আর রথ উৎসবের বাড়তি ভিড় মাথায় রেখে, স্পেশ্যাল লোকাল ট্রেন চালানোর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ থেকে রেল প্যাসেঞ্জার সংগঠন।
advertisement
6/6
*ইতিমধ্যেই দিঘা জগন্নাথ মন্দিরে রথযাত্রার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা-সহ সমস্ত কিছু খতিয়ে দেখা চলছে। আর রথযাত্রা উপলক্ষে এই বাড়তি লোকাল ট্রেন ভিড় আরও বাড়াবে দিঘায়। তা আর বলার অপেক্ষা রাখে না।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Indian Railways: রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম...! রথে দিঘা রুটে চলবে স্পেশ্যাল ট্রেন! কোন স্টেশনে কখন টাইম, জানুন