Weather: মাঘেও পিছু ছাড়বে না বৃষ্টি! আগামী ২৪ ঘণ্টায় কোন জেলায় বর্ষণ, কোথায় শীতের কড়া থাবা? জানুন পূর্বাভাস
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
উষ্ণতম মকর সংক্রান্তি। পশ্চিমী ঝঞ্ঝার কারণে কলকাতা শহর দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বাড়ল তাপমাত্রা পারদ। হাওয়া অফিসের লেটেস্ট আপডেটে জানা যায় আবারও দক্ষিণবঙ্গে ফের শীত।
advertisement
1/7

*উষ্ণতম মকর সংক্রান্তি। পশ্চিমী ঝঞ্ঝার কারণে কলকাতা শহর দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বাড়ল তাপমাত্রা পারদ। হাওয়া অফিসের লেটেস্ট আপডেটে জানা যায় আবারও দক্ষিণবঙ্গে ফের শীত। প্রতিবেদনঃ সৈকত শী। ফাইল ছবি।
advertisement
2/7
*জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গে শীতের স্পেল জারি ছিল। জেলায় জেলায় কনকনে ঠান্ডায় কাঁপুনি লাগিয়েছিল। অবশেষে পৌষ সংক্রান্তির দিন এক ধাক্কায় বাড়ল তাপমাত্রার পারদ। তবে পশ্চিমে ঝঞ্ঝা সরিয়ে আরও একবার উত্তরে হাওয়ায় তাপমাত্রা পতনের পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। ফাইল ছবি।
advertisement
3/7
*পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যের উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের উঁচু জায়গাগুলিতে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। ১৪ জানুয়ারি মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য অঞ্চলের উঁচু জায়গাগুলিতে তুষারপাতের পূর্বাভাস। সেই সঙ্গে পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি ও তুষারপাতের কারণে উত্তরবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। উত্তরবঙ্গের প্রায় সব জেলায় কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে। ফাইল ছবি।
advertisement
4/7
*১৪ জানুয়ারি মকর সংক্রান্তির দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বেড়েছে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার কারণে শুক্রবার পর্যন্ত বাড়বে তাপমাত্রা। আলিপুর হাওয়া অফিসে রিপোর্ট অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝা কাটিয়ে শুরু হবে নতুন করে শীতের ইনিংস। ফাইল ছবি।
advertisement
5/7
*শনিবার থেকে ফের কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিরাজ করবে শীত। শনিবার থেকে টানা উত্তরে হাওয়ায় আবারও এক ধাক্কায় প্রায় দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রার পারদ। তবে এই শীতের ইনিংস কতদিন বিরাজ করবে সে বিষয়ে হাওয়া অফিসের স্পষ্ট নির্দেশিকা নেই। ফাইল ছবি।
advertisement
6/7
*দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার মতই মকর সংক্রান্তিতে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা-সহ সর্বত্রই তাপমাত্রার উর্ধ্বমুখী। এক ধাক্কায় প্রায় ২-৩ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। ফাইল ছবি।
advertisement
7/7
*আজ ১৪ জানুয়ারি দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় মেঘমুক্ত ছিল আকাশ। সকালের দিকে কুয়াশা। তারপর রোদের তাপে বেড়েছে দিনের তাপমাত্রা। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮১ শতাংশ। বৃষ্টি হয়নি। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weather: মাঘেও পিছু ছাড়বে না বৃষ্টি! আগামী ২৪ ঘণ্টায় কোন জেলায় বর্ষণ, কোথায় শীতের কড়া থাবা? জানুন পূর্বাভাস