Relationship : পরকীয়া প্রেমেই সুখ? সম্পর্কে প্রতারণার ক্ষেত্রে মহিলাদের কিছু বিশেষ কারণ থাকে
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Relationship : মহিলাদের প্রতারণা করার ধরন বেশ কিছুটা আলাদা হয়। সমীক্ষা অন্তত তেমনই বলছে।
advertisement
1/8

সম্পর্কে প্রতারণা বিষয়টি নতুন কিছু নয় আজকের যুগে। এক সময়ে সম্পর্কের সমীকরণ যতই গভীর থাকুক, একটা সময়ে এসে যেন সেই রঙ হারিয়ে যেতে থাকে। দুটো মানুষের মধ্যে জমতে থাকে মেঘ। তখনই হয়তো পরকীয়া, প্রতারণা এসবের শুরু হয়। কিন্তু মহিলাদের প্রতারণা করার ধরন বেশ কিছুটা আলাদা হয়। সমীক্ষা অন্তত তেমনই বলছে।
advertisement
2/8
সমীক্ষা বলছে, মহিলারা যখন এমন কাউকে খুঁজে পায়, যার উপর তাঁরা স্বামীর থেকেও বেশি নির্ভর করতে পারেন, এবং খোলাখুলি মিশতে পারেন, তখনই তাঁরা প্রতারণা করেন।
advertisement
3/8
এই পুরুষের কাছে তাঁরা শান্তি খুঁজে পায়। সংসার, কর্মজীবন সমস্ত কিছুর ঝঞ্ঝাট থেকে মুক্তি পেয়ে এই পুরুষের উপরে নির্ভর করেন এই মহিলারা। তাই বেছে নেন প্রতারণার পথ।
advertisement
4/8
পরকীয়ার ক্ষেত্রে এরা ভাল ভাবে গোপনীয়তা রক্ষা করতে পারে। বিশেষ করে স্বামীর থেকে নিজের পরকীয়া প্রেম দূরে রাখেন এঁরা। স্বামীর মেজাজ কখন কেমন থাকবেন সমস্তটা বুঝে পরকীয়ায় সময় দেন।
advertisement
5/8
এঁরা জানেন, পরকীয়া প্রেম একটা ক্ষেত্র মাত্র, যেখানে প্রাণ খুলে হাসা যায়, সামান্য শান্তি খুঁজে পাওয়া যায়। কিন্তু স্বামীর প্রতি দায়িত্ববোধ টান তা কিছুই কমে না। দুটি সম্পর্কের সমীকরণ যে ভিন্ন তা এঁরা ভাল ভাবেই জানেন।
advertisement
6/8
অনেক সময় হীনমন্যতায় মানুষ ভোগে। স্বামী সঙ্গে থাকলেও, হীনমন্যতা দূর হয় না।তখন নিজের সম্পর্কে অনুমোদন খুঁজতে অন্য আর একটা সম্পর্কে চলে যান মহিলারা।
advertisement
7/8
স্বামী হয়তো সারা দিনই কাজে ডুবে। অথবা স্বামী তাঁর বন্ধু বান্ধব সবকিছুকে সময় দিলেও স্ত্রীর জন্য সময় থাকে না। ফলস্বরূপ স্ত্রী একাকিত্বে ভুগতে থাকে। আর তাই বেছে নেন একটা অন্য সম্পর্ক।
advertisement
8/8
আরও একটা বড় কারণ হল, যৌন চাহিদা। স্বামীর থেকে যৌন চাহিদা তৃপ্ত না হলেই, অন্য পুরুষের প্রতি আগ্রহী হয়ে পড়ার সম্ভাবনা থাকে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Relationship : পরকীয়া প্রেমেই সুখ? সম্পর্কে প্রতারণার ক্ষেত্রে মহিলাদের কিছু বিশেষ কারণ থাকে