প্রাচীনকালেও ছিল কন্ডোম, কখনও সোনার আস্তরণ, কখনও কচ্ছপের খোল বা পশুর শিং পরানো হত যৌনাঙ্গে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
কিছু একটা ধাতব বর্ম পেনিসের মুখে পরিয়ে দেওয়া হত। সাধারণত সোনার আস্তরণ পরানো হত। চিনে আবার সিল্ক কাগজ বা ভেড়ার খাদ্যনালী দিয়ে কন্ডোম বানানো হত। জাপানে কচ্ছপের খোল এমনকী অনেক ক্ষেত্রে পশুর শিং দিয়েও তৈরি করা হত কন্ডোম।
advertisement
1/5

যৌনতায় কন্ডোম ব্যবহার মাস্ট! কিন্তু জানেন কি, আধুনিক কালে কন্ডোমের আবিষ্কার হয়নি। বহু প্রাচীনকাএই ছিল কন্ডোম! ১১ হাজার খ্রিস্টপূর্বাব্দে ফান্সের গুহাচিত্রে কন্ডোম ব্যবহারের প্রথম নিদর্শন রয়েছে বলে দাবি একাধিক ইতিহাসবিদ-দের।
advertisement
2/5
এখনকার মতো সৌখিন কন্ডোম নয়! প্রাচীনকালে ব্যবহার কখনও পশুর শিং, পশুর চামড়া, খাদ্যনালী আবার কখনও বা ধাতব আস্তরণ কন্ডোম হিসাবে কাজ করত।
advertisement
3/5
পঞ্চদশ শতকে গ্ল্যানস কন্ডোমের ব্যবহার শুরু হয়। কিছু একটা ধাতব বর্ম পেনিসের মুখে পরিয়ে দেওয়া হত। সাধারণত সোনার আস্তরণ পরানো হত। চিনে আবার সিল্ক কাগজ বা ভেড়ার খাদ্যনালী দিয়ে কন্ডোম বানানো হত। জাপানে কচ্ছপের খোল এমনকী অনেক ক্ষেত্রে পশুর শিং দিয়েও তৈরি করা হত কন্ডোম।
advertisement
4/5
ষষ্ঠদশ শতকে ইউরোপ জুড়ে যৌন রোগ সিফিলিস দেখা যায়। ইতালির চিকিৎসক গ্যাব্রিয়েলি ফ্যালোপিয়ো একটি বিশেষ রাসায়নিকে সিক্ত করা লিনেন আবরণ বানান পেনিসের জন্য। এই আবরণ সঙ্গমের সময় পেনিসে জড়িয়ে ফিতে দিয়ে বেঁধে দেওয়া হত। এটিই প্রথম কন্ডোম যা এসটিডি বা যৌনরোগ নিরোধক।
advertisement
5/5
১৮৫৫ সালে প্রথম রাবার কন্ডোম তৈরি হয়। তবে তার দাম ছিল চড়া! ১৯২০ সালে ল্যাটেক্স আবিষ্কারের পর কন্ডোমের খরচ অনেকটাই কমে যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
প্রাচীনকালেও ছিল কন্ডোম, কখনও সোনার আস্তরণ, কখনও কচ্ছপের খোল বা পশুর শিং পরানো হত যৌনাঙ্গে