TRENDING:

প্রাচীনকালেও ছিল কন্ডোম, কখনও সোনার আস্তরণ, কখনও কচ্ছপের খোল বা পশুর শিং পরানো হত যৌনাঙ্গে

Last Updated:
কিছু একটা ধাতব বর্ম পেনিসের মুখে পরিয়ে দেওয়া হত। সাধারণত সোনার আস্তরণ পরানো হত। চিনে আবার সিল্ক কাগজ বা ভেড়ার খাদ্যনালী দিয়ে কন্ডোম বানানো হত। জাপানে কচ্ছপের খোল এমনকী অনেক ক্ষেত্রে পশুর শিং দিয়েও তৈরি করা হত কন্ডোম।
advertisement
1/5
প্রাচীনকালেও ছিল কন্ডোম...সোনার মোড়ক, কচ্ছপের খোল বা পশুর শিং পরানো হত যৌনাঙ্গে
যৌনতায় কন্ডোম ব্যবহার মাস্ট! কিন্তু জানেন কি, আধুনিক কালে কন্ডোমের আবিষ্কার হয়নি। বহু প্রাচীনকাএই ছিল কন্ডোম! ১১ হাজার খ্রিস্টপূর্বাব্দে ফান্সের গুহাচিত্রে কন্ডোম ব্যবহারের প্রথম নিদর্শন রয়েছে বলে দাবি একাধিক ইতিহাসবিদ-দের।
advertisement
2/5
এখনকার মতো সৌখিন কন্ডোম নয়! প্রাচীনকালে ব্যবহার কখনও পশুর শিং, পশুর চামড়া, খাদ্যনালী আবার কখনও বা ধাতব আস্তরণ কন্ডোম হিসাবে কাজ করত।
advertisement
3/5
পঞ্চদশ শতকে গ্ল্যানস কন্ডোমের ব্যবহার শুরু হয়। কিছু একটা ধাতব বর্ম পেনিসের মুখে পরিয়ে দেওয়া হত। সাধারণত সোনার আস্তরণ পরানো হত। চিনে আবার সিল্ক কাগজ বা ভেড়ার খাদ্যনালী দিয়ে কন্ডোম বানানো হত। জাপানে কচ্ছপের খোল এমনকী অনেক ক্ষেত্রে পশুর শিং দিয়েও তৈরি করা হত কন্ডোম।
advertisement
4/5
ষষ্ঠদশ শতকে ইউরোপ জুড়ে যৌন রোগ সিফিলিস দেখা যায়। ইতালির চিকিৎসক গ্যাব্রিয়েলি ফ্যালোপিয়ো একটি বিশেষ রাসায়নিকে সিক্ত করা লিনেন আবরণ বানান পেনিসের জন্য। এই আবরণ সঙ্গমের সময় পেনিসে জড়িয়ে ফিতে দিয়ে বেঁধে দেওয়া হত। এটিই প্রথম কন্ডোম যা এসটিডি বা যৌনরোগ নিরোধক।
advertisement
5/5
১৮৫৫ সালে প্রথম রাবার কন্ডোম তৈরি হয়। তবে তার দাম ছিল চড়া! ১৯২০ সালে ল্যাটেক্স আবিষ্কারের পর কন্ডোমের খরচ অনেকটাই কমে যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
প্রাচীনকালেও ছিল কন্ডোম, কখনও সোনার আস্তরণ, কখনও কচ্ছপের খোল বা পশুর শিং পরানো হত যৌনাঙ্গে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল