TRENDING:

West Bengal Weather Update: শীতের আমেজ রাজ্যে ! তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম, জেনে নিন আবহাওয়ার আপডেট

Last Updated:
শীতের আমেজ পশ্চিমবঙ্গে। আপাতত ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণে। উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন তাপমাত্রা হেরফের হওয়ার কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে।
advertisement
1/6
শীতের আমেজ রাজ্যে ! তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম, জেনে নিন আবহাওয়ার আপডেট
শীতের আমেজ শুরু পশ্চিমবঙ্গে। আপাতত ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণে। উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন তাপমাত্রা হেরফের হওয়ারও কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে।
advertisement
2/6
কলকাতায় ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে এখন তাপমাত্রা। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই অনেকটা নামল পারদ। রাজধানী দিল্লি থেকে ছত্তিশগড়ে শৈত্যপ্রবাহের পরিস্থিতি চলছে। শীতল পশ্চিমী হাওয়ায় কলকাতার তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে। আগামী পাঁচ দিন এরকমই থাকবে। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে।
advertisement
3/6
বাংলা জুড়েই পশ্চিমী হাওয়ার দাপট। শীতের আমেজ চলবে উইকেন্ডেও। দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই আগামী চার পাঁচ দিনে। স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নীচে থাকবে তাপমাত্রা।
advertisement
4/6
পশ্চিমী হাওয়ায় শীতের আমেজ বাড়বে। রাতে শিশির এবং খুব সকালে দু-এক জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আপাতত কুয়াশার কোনও সতর্কবার্তা নেই। সর্বনিম্ন তাপমাত্রা সবথেকে কম ছিল বীরভূম জেলার সিউড়িতে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি সেলসিয়াস নীচে। উত্তরবঙ্গেও আপাতত শুষ্ক আবহাওয়া বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নীচে থাকবে। আগামী ৪/৫ দিনে তাপমাত্রার কোনও পরিবর্তন নেই।
advertisement
5/6
এদিকে কলকাতায় রাতের তাপমাত্রা আরও নামল। ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। কলকাতায় দিনের ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের প্রায় তিন ডিগ্রি নীচে। কলকাতার তাপমাত্রা আপাতত ১৮-১৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজ, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিন-চার দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। রাতে ও ভোরে শীতের আমেজ আরও একটু বাড়লো। তবে বেলায় শীতে আমেজ কমে যাবে। আগামী কয়েক দিন এই শীতের আমেজ থাকবে। খুব সকালে হালকা কুয়াশা। পরে পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই।
advertisement
6/6
কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.১ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৪ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪১ থেকে ৮৯ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: শীতের আমেজ রাজ্যে ! তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম, জেনে নিন আবহাওয়ার আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল