কুর্নিশ রোহিত শর্মা, করোনা যুদ্ধের মোকাবিলায় দিলেন প্রচুর অর্থ সাহায্য
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
একাধিক সংস্থাকে দিলেন সাহায্য, দেখালেন মানবিক মুখ
advertisement
1/5

আগেই আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে এসেছিলেন একাধিক তারকা অ্যাথলিট এবার সেই তালিকায় নিজের উজ্জ্বল উপস্থিতি রাখলেন রোহিত শর্মা৷ করোনা বিরুদ্ধে লড়াইতে একাধিক বিভাগে দিলেন আর্থিক অনুদান ৷ Photo- File
advertisement
2/5
রোহিত শর্মা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কুকুরদের জন্য স্বেচ্ছ্বাসেবী সংগঠনকে আলাদা আলাদা করে মোট ৮০ লক্ষ টাকার অনুদান দিয়েছে ৷ Photo Courtesy- Twitter
advertisement
3/5
প্রধানমন্ত্রী-র রিলিফ ফান্ডে তিনি দিয়েছেন ৪৫ লক্ষ টাকা, মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে দিয়েছেন ২৫ লক্ষ টাকা , ৫ লক্ষ টাকা দিয়েছেন ফিডিং ইন্ডিয়া নামের একটি সংস্থাকে, ৫ লক্ষ টাকা দিয়েছেন ওয়েলফেয়ার অফ স্ট্রে ডগস নামের সংস্থাকে ৷ Photo- File
advertisement
4/5
একটি সর্বভারতীয় রিসার্চ সংস্থার পরিসংখ্যান অনুযায়ি রোহিতের মোট সম্পত্তির পরিমাণ ১২৪.৫ কোটি টাকা৷ প্রতি বছর বোর্ডের গ্রেড এ চুক্তিতে থাকার জন্য ৭ কোটি টাকা পান আর মুম্বই ইন্ডিয়ান্স থেকে পান ১৫ কোটি টাকা ৷ Photo- File
advertisement
5/5
করোনা ভাইরাসের বিরুদ্ধে এই মারাত্মক লড়াইতে দেশের পাশে থাকার বার্তা দিয়ে নিজের অনুদান ট্যুইট করেন রোহিত , পাশাপাশি তিনি আবেদন করেন সাধারণ মানুষও যেন যার যার মতো সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসেন ৷ Photo- File