গৃহহীনদের নতুন বাড়ি দেওয়া হবে ! আপনার নামও থাকতে পারে, কারা সুবিধা পাবেন দেখে নিন
- Published by:Dolon Chattopadhyay
- local18
- Written by:Trending Desk
Last Updated:
গৃহহীনরা পাবেন মাথা গোঁজার ঠাঁই। নতুন বাড়ি করে দেবে ঝাড়খণ্ড সরকার। শুরু হল নতুন প্রকল্প।
advertisement
1/7

গৃহহীনরা পাবেন মাথা গোঁজার ঠাঁই। নতুন বাড়ি করে দেবে ঝাড়খণ্ড সরকার। শুরু হল নতুন প্রকল্প। পাকা বাড়িতে থাকবে সমস্ত রকম মৌলিক সুযোগসুবিধা। পুরনো, জরাজীর্ণ বাড়িতে যাঁরা থাকেন, তাঁরাও এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। ঝাড়খণ্ড সরকারের এই প্রকল্পের নাম ‘আবুয়া আবাস যোজনা’।
advertisement
2/7
কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? যোগ্যতার মানদণ্ড জানিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। সেখানে জানানো হয়েছে, গ্রামসভায় সুবিধাভোগীদের তালিকা তৈরি করা হবে। তারপর ৩১ বর্গমিটার জায়গায় বাড়ি নির্মাণ করে দেবে সরকার।
advertisement
3/7
প্রসঙ্গত, ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ’ প্রকল্পে গৃহহীনদের ১.২০ থেকে ১.৩০ লাখ টাকায় দুই কামরার বাড়ি করে দেয় কেন্দ্র সরকার। ‘আবুয়া আবাস যোজনা’ প্রকল্পে তিন কামরার বাড়ি এবং একটি রান্নাঘর করে দেবে ঝাড়খণ্ড সরকার।
advertisement
4/7
আবুয়া আবাস যোজনায় কারা বাড়ি পাবেন: সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, কাঁচা বাড়ি, গৃহহীন এবং নিঃস্ব পরিবারগুলিকে ‘আবুয়া আবাস যোজনা’ প্রকল্পের সুবিধা দেওয়া হবে। পাশাপাশি বিশেষ ভাবে দুর্বল উপজাতি গোষ্ঠীগুলিকেও এই প্রকল্পে অর্ন্তভুক্ত করা হয়েছে।
advertisement
5/7
এছাড়া প্রাকৃতিক দুর্যোগের শিকার, আইনত মুক্তিপ্রাপ্ত বন্ডেড শ্রমিক এবং পরিবার যাঁরা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত আবাসন প্রকল্প যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা, গ্রামীণ বাবা সাহেব ভীমরাও আম্বেদকর আবাস যোজনা, বিরসা আবাস যোজনা এবং ইন্দিরা আবাস যোজনার সুবিধা পাননি, তাঁদেরকেও এই প্রকল্পের আওতায় আনা হবে।
advertisement
6/7
প্রত্যেক বাড়ি নির্মাণের জন্য ২ লাখ টাকা দেবে সরকার: এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আধার কার্ড, আয়ের শংসাপত্র, আবাসিক শংসাপত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পাসবুক, রেশন কার্ড, পাসপোর্ট ছবি ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন। সুবিধাভোগীর তালিকায় নাম তুলতে পঞ্চায়েত প্রধান বা ব্লক অফিসের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কেউ।
advertisement
7/7
সুবিধাভোগী নিজে বা তাঁর পরিবারের সদস্যদের সাহায্যে বাড়ি নির্মাণ করবেন। কোনও মধ্যসত্ত্বভোগী বাড়ি নির্মাণে জড়িত থাকবে না। এই ব্যাপারে কড়া সিদ্ধান্ত নিয়েছে ঝাড়খণ্ড সরকার। প্রতিটি বাড়ি নির্মাণের জন্য ২ লাখ টাকা করে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
গৃহহীনদের নতুন বাড়ি দেওয়া হবে ! আপনার নামও থাকতে পারে, কারা সুবিধা পাবেন দেখে নিন