২৯ মার্চ আইপিএল শুরু হওয়ার কথা থাকলেও তা আগেই পিছিয়ে গিয়েছে ৷ ১৫ এপ্রিলের পর টুর্নামেন্ট কবে শুরু হবে, তা বোর্ডের তরফে জানানোর কথা থাকলেও এখন দেশের যা পরিস্থিতি, তাতে আইপিএলের মতো মেগা টুর্নামেন্ট আয়োজন করা কার্যত অসম্ভব ৷ পাশাপাশি টুর্নামেন্ট হলেও কোনও বিদেশি ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজিদের পাওয়ার সম্ভাবনা কম ৷ কারণ কোনও দেশই চাইবে না ঝুঁকি নিয়ে তাদের ক্রিকেটারদের এই পরিস্থিতিতে ভারতে পাঠাতে ৷
advertisement
আইপিএল-এর সঙ্গে যুক্ত এক কর্তা সংবাদসংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘‘এ বার আইপিএল হবে না। আগামী বছর তা হবে। দেশের কী অবস্থা তা আমরা সবাই জানি। এই পরিস্থিতিতে কেউ ঝুঁকি নেবে না। স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়। ফলে পরের বছরই হয়তো আইপিএল হবে।’’ তিনি আরও বলেন, ‘‘ মাঠের মধ্যে সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রেখে চলাটা অসম্ভব ৷ তাই পরের বছরই আইপিএল হওয়া ভাল ৷ আর এমনটা হলে আগামী বছর কোনও নতুন করে নিলামও হবে না ৷ আমরা ফ্র্যাঞ্চাইজিগুলিকে এ কথা জানাবো, কেন্দ্রীয় সরকারের থেকে চূড়ান্ত সম্মতি পাওয়া পর ৷ ’’
