টস জিতে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে শুরুটা ভালো করে দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করাম ও রায়ান রিকেলটন মিলে ওপেনিং জুটিতে ৫৭ রানের পার্টনাশিপ গড়েন। কিন্তু ওপেনিং জুটি ভাঙার পরই ম্যাচে ফেরে ভারতীয় দল। নিয়মিত ব্যবধানে একের পর এক উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা। প্রোটিয়া ইনিংসে সর্বোচ্চ ৩১ রান করেন মার্করাম।
ইডেনের স্পিন সহায়ক উইকেটে জসপ্রীত বুমরাহর আগুন ঝরানো বোলিং করে বুঝিয়ে দিলেন কেন তিনি বিশ্ব সেরা। ১৪ ওভারে ২৭ রান দিয়ে একাই ৫ উইকেট নেন তারকা পেসার। বুমরাহের শিকারের তালিকায় রয়েছে এইডেন মার্করাম, রায়ান রিকলটন, টনি ডি জর্জি, শিমন হার্মার, কেশব মহারাজ। এছাড়া মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব ২টি করে উইকেট নেন। এছাড়া একটি উইকেট নেন অক্ষর প্যাটেল।
advertisement
আরও পড়ুনঃ IND vs SA: ভারতের আগুনে বোলিংয়ে খড়কুটোর মত উড়ে গেল দক্ষিণ আফ্রিকা, অলআউট ১৫৯ রানে
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে শুরুটা ভাল হয়নি ওপেনিং দলের। কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল মিলে ১৮ রান তোলে ওপেনিং জুটিতে। ১২ রান করে মার্কো জানসেনের বলে বোল্ড হন যশস্বী। দিনের শেষে ভারতের স্কোর ৩৭ রানে ১ উইকেট। কেএল রাহুল ১৩ ও ওয়াশিংটন সুন্দর ৬ রানে অপরাজিত রয়েছে। এখনও ১২২ রান পিছিয়ে ভারত।
