তাঁকে ম্যাচ চলাকালীন বাওনা অর্থাৎ বামন বলেছিলেন যা সরাসরি টেম্বার শারীরিক দর্শন নিয়ে তোলা কটূক্তি হিসেবেই দেখেছিলেন৷ এবার বাভুমা সরাসরি ভারতীয়দের স্ক্যানারের নিচে ফেলে দিলেন৷ তিনি লিখেছেন, ‘‘We’ve seen racism against Black people worldwide, but I didn’t expect this from Indians too. Despite many Indians being dark-skinned and India being a third-world country, They still have the audacity to be racist towards us? I just saw this video after batting, shameful!’’ -অর্থাৎ ‘‘ সারা পৃথিবী জুড়েই আমরা কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে জাতিবিদ্বেষ দেখি, কিন্তু ভারতীয়দের থেকে এটা আশা করিনি৷ ভারতের বহু মানুষ নিজেরাই কৃষ্ণাঙ্গ পাশাপাশি ভারত তৃতীয় বিশ্বের দেশ৷ তারপরেও তাদের এই ঔদ্ধত্য হয় যে তারা আমাদের বিরুদ্ধে জাতিবিদ্বেষ দেখায়? আমি ব্যাট করার পর ভিডিওটা দেখেছি এটা লজ্জার ’’ এরপর তিনি ভারতের পতাকার ইমোজি দিয়েছেন৷
advertisement
ভারতীয়দের তুলোধনা করলেন বাভুমা- Photo Courtesy- Temba Bavuma/ X Account
প্রথম টেস্টে ভারতের ফাস্ট বোলিং আক্রমণে লিডার ছিলেন জসপ্রীত বুমরাহ। প্রথম দিনের খেলার সকালের সেশনে, ৩১ বছর বয়সী এই পেসার ৭ ওভার বল করে, ৯ রান দিয়ে দুটি উইকেট তুলেছিলেন। তাঁর সপ্তম ওভারের ষষ্ঠ বলে, তিনি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকেও আউট করার চেষ্টা করেছিলেন৷ কিন্তু ফিল্ড আম্পায়ার তাঁকে নট আউট ঘোষণা করেন।
আম্পায়ার তাঁর এলবিডাব্লু-র আবেদন খারিজ হওয়ার পর, বুমরাহ তাঁর সতীর্থদের সঙ্গে ডিআরএস নেবেন কিনা এই বিষয়ে আলোচনা করছিলেন৷ তখনই উইকেটরক্ষক ঋষভ পন্থের সঙ্গে কথা বলার সময় তিনি দক্ষিণ আফ্রিকান অধিনায়ককে ‘বওনা’ (বামন) বলে সম্বোধন করেন।
বাভুমার প্রতি বুমরাহর মন্তব্যের ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কিন্তু বাভুমাকে এভাবে বামন বলা ফ্যানরা ভালভাবে নেননি৷
তারা বুমরাহর প্রতিক্রিয়ার সমালোচনা করছেন, এমনকি কেউ কেউ তাকে ক্ষমা চাইতেও বলেছেন।
৪ নম্বরে ব্যাট করতে নামার পর ক্রিজে থাকাকালীন, বাভুমা ১১ বলে ৩ রান করেন। ১৬তম ওভারের ষষ্ঠ বলে কুলদীপ যাদব তাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান।
