TRENDING:

লকডাউন মেনে করোনার বিরুদ্ধে একজোট হয়ে লড়ুন ভিডিও বার্তা সচিনের

Last Updated:

মাস্টারব্লাস্টারের পরামর্শ থাকুন পরিবারের সঙ্গে, কাটান কোয়ালিটি টাইম

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সচিন তেন্ডুলকরের বিশেষ ভিডিও বার্তা ৷ একদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সারা দেশে ২১ দিনের লকডাউনের ঘোষণা করেছেন ৷ করোনা ভাইরাসের মারণ প্রকোপ রুখতে দেশে এক বেনজির পরিস্থিতি ৷ লকডাউন, সোশ্যাল ডিস্টেন্সিংয়ের মতো একাধিক শব্দ বারবার জোর দিয়ে বোঝানোর চেষ্টা করছেন সকলেই ৷
advertisement

সচিন তেন্ডুলকর নিজের ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সিদ্ধান্তের সঙ্গে ঐক্যমত হয়েছেন ৷ পাশাপাশি দেশবাসীর কাছে লকডাউন সফল করার জন্য আবেদন জানিয়েছেন ৷ নিজের পোস্ট করা ভিডিওতে তিনি বলেছেন গত দশদিন ধরে কোনও বন্ধুবান্ধব কোনও আত্মীয়ের সঙ্গে তিনি দেখা করেননি, আর আগামী ২১ দিনেও তিনি বা তাঁর পরিবারের কেউ কারোর সঙ্গে মেলামেশা করবে না বলে জানিয়েছেন ৷

advertisement

মাস্টারব্লাস্টার আরও বলেছেন সারা পৃথিবী এই করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ছে ৷ একমাত্র মানুষই পারে এই লড়াই জিততে , তাই সব ভারতীয়কে জোটবদ্ধ হয়ে এই করোনার করালগ্রাস থেকে মুক্ত হওয়ার কথা বলেছেন তিনি ৷ আর এই লড়াইতে জয়ের একমাত্র পথ শুধুমাত্র ঘর থেকে না বেরোনো৷

দেখে নিন ঠিক কী বলেছেন সচিন নিজের ভিডিও বার্তায় ৷

advertisement

এদিকে এর আগেও যখন থেকে বিশ্বে করোনা প্রকোপ দেখাতে শুরু করেছে তখন থেকে বিভিন্ন সমাজ সচেতনতামূলক ভিডিও পোস্ট করেছেন সচিন ৷ তিনি যেহেতু ইউনিসেফের ব্র্যান্ড অ্যাম্বাসডর তাই তিনি একাধিকবার সঠিকভাবে হাতকে জীবাণুমুক্ত করার ভিডিও পোস্ট করেছেন ৷

বাংলা খবর/ খবর/খেলা/
লকডাউন মেনে করোনার বিরুদ্ধে একজোট হয়ে লড়ুন ভিডিও বার্তা সচিনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল