সচিন তেন্ডুলকর নিজের ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সিদ্ধান্তের সঙ্গে ঐক্যমত হয়েছেন ৷ পাশাপাশি দেশবাসীর কাছে লকডাউন সফল করার জন্য আবেদন জানিয়েছেন ৷ নিজের পোস্ট করা ভিডিওতে তিনি বলেছেন গত দশদিন ধরে কোনও বন্ধুবান্ধব কোনও আত্মীয়ের সঙ্গে তিনি দেখা করেননি, আর আগামী ২১ দিনেও তিনি বা তাঁর পরিবারের কেউ কারোর সঙ্গে মেলামেশা করবে না বলে জানিয়েছেন ৷
advertisement
মাস্টারব্লাস্টার আরও বলেছেন সারা পৃথিবী এই করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ছে ৷ একমাত্র মানুষই পারে এই লড়াই জিততে , তাই সব ভারতীয়কে জোটবদ্ধ হয়ে এই করোনার করালগ্রাস থেকে মুক্ত হওয়ার কথা বলেছেন তিনি ৷ আর এই লড়াইতে জয়ের একমাত্র পথ শুধুমাত্র ঘর থেকে না বেরোনো৷
দেখে নিন ঠিক কী বলেছেন সচিন নিজের ভিডিও বার্তায় ৷
এদিকে এর আগেও যখন থেকে বিশ্বে করোনা প্রকোপ দেখাতে শুরু করেছে তখন থেকে বিভিন্ন সমাজ সচেতনতামূলক ভিডিও পোস্ট করেছেন সচিন ৷ তিনি যেহেতু ইউনিসেফের ব্র্যান্ড অ্যাম্বাসডর তাই তিনি একাধিকবার সঠিকভাবে হাতকে জীবাণুমুক্ত করার ভিডিও পোস্ট করেছেন ৷
