মুর্শিদাবাদের জলঙ্গিতে উলট-পুরাণ এই চিত্র দেখে কটাক্ষ করছেন বিরোধীরাও। কেন্দ্র বরাদ্দ করলেও ১০০ দিনের কাজের টাকায় কাজ না করে উধাও করেছেন শাসক দলের নেতারা। ব্যাপক দূর্নীতিতে তাই অগত্যা বঞ্চিত নিরীহ গ্রামবাসীরা। প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদের জলঙ্গি থানার উদয়নগর চর গ্রামের কয়েক হাজার মানুষের বসবাস থাকলেও সরকারি কোন পরিষেবা সঠিক ভাবে পৌঁছায়না। যোগাযোগের জন্য নেই প্রাথমিক রাস্তাও।
advertisement
আরও পড়ুন: মিয়াজাকি শুনেছেন, ল্যাংড়া, হিমসাগর শুনেছেন। কিন্তু চৌসা! জানেন এই আমের উৎপত্তি ও গুরুত্ব কতটা
সামনেই বর্ষা। বর্ষার সময় প্রবল সমস্যায় পড়তে হবে বাসিন্দাদের। এমনকি বিএসএফ যদি জিরো পয়েন্টে যেতে চাই তাও সমস্যায় পড়তে হবে। তাই ভারত পাকিস্তান সংঘাতের আবহে তৎপরতা গ্রামের বাসিন্দাদের মধ্যে। সাধারণ মানুষ নিজেদের উদ্যোগে মাটি ফেলে গ্রামের রাস্তা তৈরি করছেন। যদিও ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য আজাদ আলিও গ্রামবাসীদের সঙ্গে কোমর বেঁধে নেমেছে।
কৌশিক অধিকারী





