জানা গিয়েছে, শুক্রবার মাধ্যমিকের ফলপ্রকাশের আগে বৃহস্পতিবার রাতে দেবগ্রামে মাধ্যমিক পরীক্ষার্থীরা-সহ বেশ কয়েকজন ডালপুরি আর তরকারির পিকনিক আয়োজন করে। আর সেই খাবার খেয়ে মধ্যরাত থেকে অসুস্থ হয়ে পড়েন মাধ্যমিক পরীক্ষার্থী-সহ বেশ কয়েকজন। অবস্থা গুরুতর হলে তাদের মধ্যে ন’জনকে তড়িঘড়ি কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়।
আরও পড়ুনঃ মাধ্যমিকে প্রথম রায়গঞ্জের অদ্রিত, দ্বিতীয়-তৃতীয় স্থানে কারা? কী হতে চায় ৪ পড়ুয়া? জানুন
advertisement
গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে খাবার খাওয়ার পর থেকেই হঠাৎই বমি করতে থাকেন অনেকেই। মধ্যরাতে এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই। যদিও ভোররাতে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
বড়ঞা ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌমিক দাস জানিয়েছেন, খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন সকলেই। গ্রামে ঔষধ ও মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। ন’জনের চিকিৎসা চলছে কান্দি মহকুমা হাসপাতালে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
কৌশিক অধিকারী






