TRENDING:

Murshidabad News: সীমান্তে হাই অ্যালার্ট জারি, আতঙ্কের প্রহর চর এলাকায়, কড়া নজরদারি বিএস‌এফের

Last Updated:

Murshidabad News: বর্তমান পরিস্থিতিতে সীমান্তে হাই অ্যালার্ট জারি হওয়ার কারণে নিরাপত্তা বাড়ানো হয়েছে জোরদার ভাবেই। মোতায়েন আছে বিএসএফ ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: ভারত বাংলাদেশের সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলা। এই জেলার চর এলাকায় বসবাস কয়েক হাজার মানুষের। জিরো পয়েন্ট লাগোয়া এই চর এলাকায় এখন আতঙ্কের প্রহর। ভারত পাকিস্তানের সংঘাত এখন কম। তবে ভয় বাংলাদেশের নাগরিকদের নিয়ে। যুদ্ধ পরিস্থিতি থেমে গেলেই নিশ্চিন্তে থাকতে পারবেন গ্রামের বাসিন্দারা । দাবি করলেন চরের বাসিন্দারা এমনই।
advertisement

ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলা হল মুর্শিদাবাদ। সীমান্তের ওপারেই রয়েছে বাংলাদেশের রাজশাহী জেলা। ভারত বাংলাদেশ সীমান্তে মুর্শিদাবাদ জেলাতে আন্তর্জাতিক সীমানা ১৪৩ কিলোমিটার। তার মধ্যে ৪৩ কিলোমিটার রয়েছে স্থলভূমি। বাকি ৮০কিলোমিটার রয়েছে জলভূমি। জলভূমিতে রয়েছে গঙ্গা ও পদ্মা নদী। তবে স্থলভূমিতে বেশিরভাগ জায়গায় নেই কাঁটাতারের বেড়া।

আরও পড়ুন-প্রবল ঝড়-তুফান…! ৭০ কিমি বেগে বজ্রঝড়, কাঁপিয়ে আসছে ভারী বৃষ্টি রাজ্যে রাজ্যে, কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD

advertisement

ফলে অনেক সময় রাতে সুযোগ নিয়ে বাংলাদেশীরা ঢুকে পড়েন বিভিন্ন জায়গা দিয়েই। তবে যেখানে কাঁটাতার রয়েছে সেখানে ওপারে বাংলাদেশের জমি এপারে ভারতের জমি। ফলে জিরো পয়েন্টে এখন চাষ করতে যেতে ভয় পেলেও যুদ্ধ পরিস্থিতি থামতেই এখন আতঙ্ক অনেকটাই কমে গিয়েছে বলে দাবি করেছেন গ্রামের বাসিন্দা থেকে কৃষক সকলেই।

View More

আরও পড়ুন-পায়ের দ্বিতীয় আঙুলটি কি বুড়ো আঙুলের থেকে অনেকটা বড়? কেমন হয় এদের স্বভাব? পা দেখেই জেনে নিন চরিত্রের গোপন দিকটি

advertisement

কাঁটাতার বিহীন এলাকায় মুর্শিদাবাদের চর কাকমারী সীমান্ত। আর সেই খোলা এলাকাতেই প্রশস্ত অনুপ্রবেশের পথ। কাকমারী চরে কিছুটা কাঁটাতার থাকলেও অনেক অংশে এখনও নেই কাঁটাতার। ফলে অতি সহজেই অনুপ্রবেশকারীরা যাতায়াত করে থাকেন। তবে বর্তমান পরিস্থিতিতে সীমান্তে হাই অ্যালার্ট জারি হওয়ার কারণে নিরাপত্তা বাড়ানো হয়েছে জোরদার ভাবেই। মোতায়েন আছে বিএসএফ । গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, বিএসএফ সক্রিয় আছেন বলেই আমরা নিশ্চিন্তে চাষ করছি। এমনকি বসবাস করতে পারছেন বলেও দাবি করেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গাসাগর মেলায় সুবিধা বেড়ে গেল পুণ্যার্থীদের! তৈরি হচ্ছে অস্থায়ী বাসস্ট্যান্ড,জানুন কোথায়
আরও দেখুন

কৌশিক অধিকারী 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: সীমান্তে হাই অ্যালার্ট জারি, আতঙ্কের প্রহর চর এলাকায়, কড়া নজরদারি বিএস‌এফের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল