ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলা হল মুর্শিদাবাদ। সীমান্তের ওপারেই রয়েছে বাংলাদেশের রাজশাহী জেলা। ভারত বাংলাদেশ সীমান্তে মুর্শিদাবাদ জেলাতে আন্তর্জাতিক সীমানা ১৪৩ কিলোমিটার। তার মধ্যে ৪৩ কিলোমিটার রয়েছে স্থলভূমি। বাকি ৮০কিলোমিটার রয়েছে জলভূমি। জলভূমিতে রয়েছে গঙ্গা ও পদ্মা নদী। তবে স্থলভূমিতে বেশিরভাগ জায়গায় নেই কাঁটাতারের বেড়া।
advertisement
ফলে অনেক সময় রাতে সুযোগ নিয়ে বাংলাদেশীরা ঢুকে পড়েন বিভিন্ন জায়গা দিয়েই। তবে যেখানে কাঁটাতার রয়েছে সেখানে ওপারে বাংলাদেশের জমি এপারে ভারতের জমি। ফলে জিরো পয়েন্টে এখন চাষ করতে যেতে ভয় পেলেও যুদ্ধ পরিস্থিতি থামতেই এখন আতঙ্ক অনেকটাই কমে গিয়েছে বলে দাবি করেছেন গ্রামের বাসিন্দা থেকে কৃষক সকলেই।
কাঁটাতার বিহীন এলাকায় মুর্শিদাবাদের চর কাকমারী সীমান্ত। আর সেই খোলা এলাকাতেই প্রশস্ত অনুপ্রবেশের পথ। কাকমারী চরে কিছুটা কাঁটাতার থাকলেও অনেক অংশে এখনও নেই কাঁটাতার। ফলে অতি সহজেই অনুপ্রবেশকারীরা যাতায়াত করে থাকেন। তবে বর্তমান পরিস্থিতিতে সীমান্তে হাই অ্যালার্ট জারি হওয়ার কারণে নিরাপত্তা বাড়ানো হয়েছে জোরদার ভাবেই। মোতায়েন আছে বিএসএফ । গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, বিএসএফ সক্রিয় আছেন বলেই আমরা নিশ্চিন্তে চাষ করছি। এমনকি বসবাস করতে পারছেন বলেও দাবি করেছেন।
কৌশিক অধিকারী





