বিগত বছর গুলিতে মে মাসে আমফান, ইয়াস ঝড়ের প্রভাবে দিঘা, তাজপুর, মন্দারমণি, খেজুরি, নন্দীগ্রাম, হলদিয়া সহ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গা ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েছিল। আবারও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মোকার উৎপত্তি। মোকা ঠিক কোথায় আছড়ে পড়বে বা বাংলায় এর পরোক্ষ বা প্রত্যক্ষ প্রভাব পড়তে চলেছে তা এখনও স্পষ্ট নয়। ইয়াস ঘূর্ণিঝড়ে প্রভাবে তীব্র জলোচ্ছ্বাসে কার্যত ধুয়ে মুছে গিয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র ও নদনদী তীরবর্তী অঞ্চলের জনজীবন।
advertisement
ইয়াসের জলোচ্ছ্বাসে জেলা জুড়ে বিভিন্ন নদনদীর বাঁধ ও বিভিন্ন জায়গায় সমুদ্র বাঁধ ভেঙে জল ঢোকে লোকালয়ে। তাই এবার আগে থেকেই সতর্ক প্রশাসন। মোকা ঘূর্ণিঝড় এর পূর্বাভাসে রাজ্য জুড়ে প্রশাসনের বিশেষ নজদারি। উপকূল এলাকা, নদী এলাকারঅবস্থা ঘুরে দেখছেন জেলা ও ব্লক প্রশাসনের কর্তারা।
আরও পড়ুন: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মোকা! কীভাবে সুরক্ষিত থাকবেন, বিশেষ বৈঠক নন্দীগ্রামে
পর পর হয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে রূপনারায়ণ নদের বাঁধ অনেক জায়গায় ভেঙে গিয়েছিল৷ সেই সব নদী বাঁধের বর্তমান অবস্থা ঘুরে দেখলেন মহিষাদলের বিডিও এবং সেচ দপ্তরের আধিকারিকরা। নদীপাড়ের অবস্থা দেখার পাশাপাশি এলাকার মানুষকে ঘূর্ণিঝড়ের বিষয়ে সচেতন করেন বিডিও যোগেশ মন্ডল।
Saikat Shee





