জানা গিয়েছে, ডুয়ার্সের ডায়না রেঞ্জের জঙ্গল থেকে বেরিয়ে আসা একটি হাতি এলাকার মধ্যে তাণ্ডব চালায়। হাঁড়িয়ার গন্ধে বিভ্রান্ত হয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসার পর, হাতিটি এলাকায় ব্যপক ক্ষতি করে বলেই খবর। এর ফলে দু’টি বাড়ি চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু চেষ্টার পর বন দফতরের কর্মীরা হাতিটিকে জঙ্গলে ফিরিয়ে আনতে সক্ষম হন।
advertisement
আরও পড়ুন: ভারতের থেকে মুখ ফেরাল বাংলাদেশ! পাকিস্তানের থেকে কোটি টাকা দিয়ে কিনছে বিশেষ জিনিস
লোকালয়ে বন্যপ্রাণীর আনাগোনা রুখতে জঙ্গল সংলগ্ন এলাকায় নজরদারি চালান বনকর্মীরা। এদিনও রাতভর এলাকা পাহারায় ছিলেন ডায়না রেঞ্জের বনকর্মীরা। তবে ভোরের দিকে, পাহারা চলে যাওয়ার পর হামলা চালায় একটি দলছুট হাতি। এই হামলায় দুটি শ্রমিক আবাস ক্ষতিগ্রস্ত হয়। ফলে, ওই পরিবারের সদস্যরা শীতের রাতে কোথায় আশ্রয় নেবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
আরও পড়ুন: শুধু ভারত নয় অনেক দেশের টাকাই ছাপা হয় ভারতের টাঁকশালে, জানেন কোন কোন দেশের?
বনদফতরের ডায়না রেঞ্জের রেঞ্জার অশেষ পাল বলেন, “একসঙ্গে একাধিক স্থানে হাতি বেরিয়েছে। হামলা রুখতে বনকর্মীরা যথাসম্ভব চেষ্টা করছেন, তবে মাঝে মাঝে এই ধরনের দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।” স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাঁতালটি ডায়নার জঙ্গল থেকে বেরিয়ে ধরণীপুর চা বাগানের কালীখোলা লাইনে ঢোকে। বনকর্মীরা খবর পেয়ে সেখানে পৌঁছান। রাতভর তারা তৎপর থাকলেও, ভোরে ফিরে আসার পর হাতিটি দু’টি বাড়ি ভাঙচুর করে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যরা বললেন, “আমরা কোনও মতে প্রাণে বাঁচলেও, আমাদের ঘরে মজুত থাকা চাল, আটা ও অন্যান্য আনাজপাতি সবকিছু হাতিটি সাবাড় করে দিয়েছে।”






