মালদহের ইংরেজবাজারের বাহান্ন বিঘা এলাকার বাসিন্দা পলাশ মণ্ডল। ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরের এশিয়ান ইউথ গেমস প্রতিযোগিতায় ব্রোঞ্জ এনে জেলা-সহ দেশের নাম উজ্জ্বল করেছে। তবে জুতো উন্নতমানের থাকলে ফল আরও ভাল হতে পারত বলে দাবি পলাশের। ব্রোঞ্জ আনলেও জুতো ভাল থাকলে প্রথম কিংবা দ্বিতীয় স্থান অধিকার করতে পারত সে।
advertisement
পলাশ জানিয়েছে, এই জুতো তার আগামীর স্বপ্নপূরণ করবে। দাদুরা এর আগেও তার পাশে দাঁড়িয়েছে। এবার এই জুতো পরে সামনে বছর অলিম্পিকসে অংশগ্রহণ করবে। রেস ওয়াকিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য যেমন জুতো প্রয়োজন সেই জুতো কিনে দিয়েছেন ‘দাদুরা’।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পলাশের কোচ অমিতাভ রায় জানান, “খেলাধুলায় অত্যন্ত মেধাবি পলাশ মণ্ডল। তবে পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় খেলাধুলার সামগ্রী ক্ষেত্রে সমস্যা হয় তার। এতদিন তার কাছে রেস ওয়াকিং প্রতিযোগিতায় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল পায়ের জুতো। তবে সেই সমস্যা সমাধান করেছেন এলাকার ‘দাদুরা’।” দাদুদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পলাশের পরিবার থেকে এলাকাবাসীরা। দাদুদের এমন সহযোগিতা আগামীতে উৎসাহ বাড়াবে জেলার খেলোয়াড়দের বলে অভিমত অনেকের।





