TRENDING:

ছোটবেলার বড় আনন্দ, মিষ্টি ছোট্ট মেয়ের দুষ্টু ভঙ্গিতে কোমর দুলিয়ে দুলিয়ে নাচের সুপার ভিডিও ভাইরাল

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে ? গানটি বাঙালির কাছে অত্যন্ত পরিচিত একটি গান ৷ যেই গানের উপরে নির্ভর করে বাঙালি দেখেছে স্বপ্নও ৷ এই গানের বিষয়বস্তু আরও বিস্তৃত গানে পুতুল মেয়েটির ছোট থেকে বড় হওয়া অবধি বর্ণনা দেওয়া আছে ৷ শুধুই বড় হওয়াই নয় বিয়ের পরে বিদায়ের সময়ে বাবার হুহু করে কেঁদে ওঠা মনের আর্তির একটি আভাস পাওয়া যায় মাত্র ৷ তবে ভাবনা চিন্তা একদম ব্যক্তিগত ৷
advertisement

যে যেবাবে বিষয়টি ভাবেন সেই ভাবেই বিষয়টি সামনে আসে ৷ চিরকাল কোনও সন্তানই ছোট থাকেনা ৷ একদিন সে বড় হয় ৷ বাবা-মায়ের দেখানো ও শেখানো পথেই নিজের জীবনকে সুবিস্তৃত করে ৷ জীবনের নানান বিষয় থেকে শিক্ষা নিয়ে ফের এগিয়ে চলে ৷ কখনও সাফল্য বা কখনও ব্যর্থতা তাকে তবুও হারলে চলেনা এগিয়ে যেতে হয়, বড় তাকে হতেই হয় ৷ দায়িত্ব তাকে পালন করতেই হয় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১২ হাজার টাকা বিনিয়োগে লাভ ৬০ হাজার! চাষের কৌশলে বদল, 'এই' চাষ করে অঢেল কামাচ্ছেন চাষিরা
আরও দেখুন

ছোটবেলাই জীবনের সুবর্ণযুগ কেননা বড় হয়ে অনেক বিষয়ের মধ্যে দিয়ে যেতে হয় ৷ তাই ছোটবেলার হাসিকান্না, হীরাপান্নাকে সঙ্গী করেই চলতে হয় ৷ ছোট প্রাণের বড় আনন্দের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তুমুল গতিতে ৷ এক মিনিটেই বাললেগেছে সবারই ৷ দেখুন সেই ভাইরাল ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ছোটবেলার বড় আনন্দ, মিষ্টি ছোট্ট মেয়ের দুষ্টু ভঙ্গিতে কোমর দুলিয়ে দুলিয়ে নাচের সুপার ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল