উষ্ণ গরম জল ব্যবহার করুন
মুখ ধোওয়ার জন্য ব্যবহার করুন উষ্ণ গরম জল। স্নান বা মুখ ধোওয়ার জল খুব গরম হলে তা ত্বকের আর্দ্রতা কেড়ে নেয়। এর ফলে অনেক সময় ত্বক ফেটে যায়। এমনকি উইন্টার এক্সিমাও হতে পারে। তাই শীতে ত্বক ভাল রাখতে ব্যবহার করুন উষ্ণ জল। এর পর মেখে নিতে পারেন এমন হ্যালুরোনিক অ্যাসিড এবং সেরামাইড সমৃদ্ধ কোনও ময়শ্চারাইজার।
advertisement
ত্বককে আর্দ্র রাখুন
ত্বকে আর্দ্র রাখতে যথেষ্ট পরিমাণ জল খাওয়া জরুরি। বাইরে বেরোলে ব্যাগে রাখতে পারেন পছন্দসই ক্রিম। নির্দিষ্ট সময়ের ব্যবধানে সেই ক্রিম ত্বকে লাগালে সহজেই হবে মুশকিল আসান।
আরও পড়ুন: সারা রাত জেগে থাকেন? এই সহজ টিপস মানলে নিমেষেই ঘুম আসবে
আরও পড়ুন: সারা রাত জেগে থাকেন? এই সহজ টিপস মানলে নিমেষেই ঘুম আসবে
হাত-পায়ের যত্ন নিন
শুধু মুখ নয়, শীতে হাত-পায়েরও বিশেষ যত্ন রাখতে হবে। তার জন্য ব্যবহার করতেই পারেন কোনও গ্লিসারিন-বেসড ক্রিম এবং পেট্রোলিয়াম জেলি।
খাবারের দিকে বিশেষ নজর দিন
মরশুমি ফল এবং সব্জি খেলে ত্বক উপকৃত হবে। প্রচুর পরিমাণ ভিটামিন এবং অ্যান্টিঅক্সিড্যান্ট আছে, এমন খাবার ডায়েটে রাখুন
