এর আগে মার্চ মাসেই খবর এসেছিল, রাজ্যে কয়েকশো কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে টাটা গোষ্ঠী৷ জামশেদপুর থেকে খড়্গপুরে টাটার কারখানে নিয়ে আসা হয়েছে৷ সেখানেই বেশ কিছু উৎপাদনও শুরু হয়৷ টাটার সেই আগমকে রাজ্যের শিল্পবান্ধব পরিস্থিতি হিসাবেই বিবেচনা করা হচ্ছে৷
টাটা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে বহুবার৷ সিঙ্গুরের টাটার ন্যানো কারখানাকে কেন্দ্র করে জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলন গড়ে উঠেছিল৷ সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সময় টাটারা কারখানা তৈরি মাঝ পথে থামিয়েই রাজ্য থেকে বিদায় নেয়৷ সেই নিয়ে শিল্প বিরোধী বলে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ায় বিরোধীরা৷ কিন্তু ক্রমে টাটার একাধিক ক্রমে বিভিন্ন বিনিয়োগে সেই বিরোধী মতের বিরুদ্ধ অবস্থান তৈরি করেছে রাজ্যও৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 22, 2023 5:02 PM IST
